হেইডেনের জায়গা দখলে নিয়েছেন ব্রুক

দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে হেইডেনের দখলে থাকা স্থান নিজের করে নিয়েছেন ব্রুক।

হ্যারি ব্রুকের হাতে বিচ্যুতি ঘটল ম্যাথু হেইডেনের। দীর্ঘ প্রায় দুই দশকের বেশি সময় ধরে হেইডেনের দখলে থাকা স্থান নিজের করে নিয়েছেন ব্রুক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ত্রিশতকের মালিক এখন হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ত্রিশতক হাঁকিয়েছেন ইংলিশ এই ব্যাটার। ২০০৩ সালে ১০ অক্টোবর থেকে এবারের ১০ অক্টোবর – ঠিক ২১ বছর বাদে হেইডেনকে ছাড়িয়ে গেলেন ব্রুক।

পাকিস্তানকে নিজের প্রিয় প্রতিপক্ষ বানিয়েছেন হ্যারি ব্রুক। আর পাকিস্তানের মাটিকে বানিয়েছেন নিজের ঘাটি। এখন অবধি ক্যারিয়ারে সর্বাধিক রান তিনি করেছেন পাকিস্তানের বুকে। সবে মাত্র শুরু হয়েছে হ্যারি ব্রুকের টেস্ট ক্যারিয়ার। মোটে দুই বছর ধরে টেস্টে বিচরণ হ্যারি ব্রুকের। এরই মধ্যে ছয় খানা সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

যার চারটিই করেছেন পাকিস্তানের বিপক্ষে। প্রথম শতকের সাথে যুক্ত ছিল পাকিস্তান। ব্রুকের প্রথম দ্বিশতকের সাথেও যুক্ত পাকিস্তান। এমনকি ত্রিশতকের সঙ্গীও পাকিস্তান। ২০২২ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন ব্রুক।

এরপর সেই সিরিজে করাচি টেস্টেও শতকের দেখা পেয়েছিলেন ডান-হাতি এই ব্যাটার। তার আগে মুলতান টেস্টেও ছিল তার সেঞ্চুরি। বছর দুই পরে যখন ব্রুক আবার ফিরলেন পাকিস্তানে, তখন আর সেঞ্চুরিতে সন্তুষ্ট থাকলেন না। বিশাল বড় এক রানের রেকর্ড তিনি করতে চাইলেন পাকিস্তানের বিপক্ষে।

সেই ধারাতে মুলতান টেস্টে প্রথমে দ্বিশতকের দিকে রেখেছিলেন নিজের নজর। দারুণ দক্ষতায় তিনি সামলেছেন পাকিস্তানি বোলারদের। যদিও এখানে মুলতানের উইকেট বেশ সাহায্য করেছে ব্রুককে। একেবারে নির্বিষ এক উইকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন ব্রুক।

নিজের দ্বিশতক ছাপিয়ে, ত্রিশতকের পথে হেঁটেছেন দ্রুততম সময়ের মধ্যে। মাত্র ৩০৯ বলে ত্রিপল হান্ড্রেড তুলে নেন ব্রুক। তাতে করে পেছনে ফেলেন ম্যাথু হেইডেনকে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম ত্রিপল হার্ড্রেড করেছিলেন হেইডেন। তাকে হটিয়ে এখন সেই স্থান ব্রুকের দখলে।

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেই সবচেয়ে উজ্জ্বল রেকর্ডটি করে রাখলেন ব্রুক। ইংল্যান্ডের প্রথম ইনিংসে হওয়া রানের এভারেস্টের বড় অংশই এসেছে তার ব্যাট থেকে। আর সেই এভারেস্টের নিচে দাঁড়িয়ে পাকিস্তান রয়েছে পরাজয়ের শঙ্কায়, তাও আবার ইনিংস ব্যবধানে।

Share via
Copy link