হাসান আলী ও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উদযাপন

হাসান আলীর ওপর বিরক্ত হওয়ারই কথা সবার, কেননা উইকেট উদযাপন করতে গিয়ে বারবার চোটে পড়ছেন তিনি।

বোলিং করতে গিয়ে রানআপে গড়মিল হলে কিংবা ফলো থ্রু ঠিকঠাক না হলে একজন বোলার ইনজুরিতে পড়তেই পারেন। কিন্তু যদি শোনেন উইকেট সেলিব্রেশন করতে গিয়ে কেউ ইনজুরিতে পড়েছেন তখন কেমন বোধ করবেন, প্রথমবার হলে হয়তো মায়া হবে সেই ক্রিকেটারের প্রতি। কিন্তু একাধিকবার এমন ঘটনা ঘটলে নিশ্চিত বিরক্ত হবেন আপনি।

সেক্ষেত্রে হাসান আলীর ওপর বিরক্ত হওয়ারই কথা সবার, কেননা উইকেট উদযাপন করতে গিয়ে বারবার চোটে পড়েছেন তিনি। সবশেষ ভাইটালিটি ব্লাস্টের ম্যাচে পাঁজরে ব্যাথা পেয়েছেন; কারণ আর কিছুই নয়, তাঁর বিখ্যাত সেই উদযাপন-ই!

ওয়ার্কশায়ারের হয়ে সেদিন নটিংহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। দারুণ বোলিংয়ের এক পর্যায়ে অলি স্টোনসকে বোল্ড করেন তিনি, এরপরই চিরচেনা স্টাইলে উদযাপন করতে চান। তখনি বাঁধে বিপত্তি, সেসময় পাঁজরে ব্যাথা পেয়ে মাটিতে বসে পড়েন।

যদিও গুরুতর কিছু হয়নি এ যাত্রায় তবে তাঁর এমন দৃশ্য নেট জগতে ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। ভাইটালিটি ব্লাস্ট এই পাক তারকার ইনজুরিতে পড়ার ভিডিও নিজেদের সামাজিক মাধ্যম একাউন্টে প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘হাসান আলী এবং বিশ্বের সবচেয়ে বিপদজনক উদযাপন’ – সত্যি তাই, কেননা এমনটা আগেও ঘটেছিল।

২০১৮ সালে প্রায় একই অভিজ্ঞতা হয়েছিল এই ডানহাতির; পাকিস্তানের জার্সি গায়ে সেবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলছিলেন, ম্যাচের এক পর্যায়ে দুর্দান্ত একটি ইয়র্কারে রায়ান মুরের উইকেট নেয়ার পর ‘আইকনিক সেলিব্রেশন’ করেন তিনি। আর তখনি ঘাড়ে মারাত্মক আঘাত পান এই পেসার।

পাকিস্তান ক্রিকেটে অবশ্য তিনি এখন ব্রাত্য প্রায়। হারিস রউফের অনুপস্থিতিতে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তাই তো এখন ফ্রাঞ্চাইজি লিগ খেলেই সময় কাটাচ্ছেন, সেই সাথে জাতীয় দলের রাডারে ফেরার চেষ্টা করছেন নিজের সেরাটা দিয়ে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...