রিশাদ-তানজিম, বাংলাদেশের আগামী নক্ষত্র

বিশ্বকাপের সুপার এইটে তিন ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার।

নতুন বলে পাওয়ার-প্লেতে অসাধারণ বল করেছেন তানজিম হাসান সাকিব। অপরদিকে মধ্য ওভারগুলোতে নিজের ঘূর্ণির যাদু দেখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তাদের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ম্যাথু হেইডেন।

তানজিম সাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘ আমি মনে করি তানজিম সাকিব একজন খুব ভাল ও সম্ভাবনাময় ফাস্ট বোলার। আমি তাঁর বোলিং বেশ উপভোগ করেছি। সে খুব লম্বা নন তবে তাঁর বোলিং একশন অনেক ভাল। সে খুব দ্রুত বল করে এবং আউটসুইং করাতে পারে। আমি মনে করি সে ভবিষ্যতে অনেক বড় একজন খেলোয়াড় হবে। তাই এখন তাঁর খেলা উপভোগ করুন।’


নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্তে ফর্মে ছিলেন তানজিম সাকিব। তাঁর গতি ও সুইংয়ে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটারদের। চলতি বিশ্বকাপে সাত ম্যাচে ১১টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশি এই পেসার। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ম্যাচে চার ওভার বল করে  মাত্র ৭ রানের বিনিময়ে ৪ টি উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও তিনটি উইকেট নিয়েছিলেন তানজিম।

 

অপরদিকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশি বোলারদের মধ্যে এক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েছেন রিশাদ। মিডিল ওভারগুলোতে নিয়মিত উইকেট নিয়েছেন তিনি। সাত ম্যাচ খেলে দলের হয়ে সর্বোচ্চ ১৪ টি উইকেট নিয়েছেন রিশাদ। এই লেগ স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন হেইডেন ।

তিনি বলেন, ‘ হ্যাঁ, রিশাদ একজন সসম্ভাবনাময় ক্রিকেটার। আমি মনে করি সে সময়ের সাথে সাথে আরও ভাল হয়ে উঠবে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে আপনাকে ভিন্নতা নিয়ে আসতে হয়। আমি নিশ্চিত সে ভাল কোচিং পেলে আরও উন্নতি করবে। তাই পরের মাসগুলিতে তাঁর ভাল পরামর্শ নেওয়া উচিত। আমার মনে হয় আমরা তাঁকে তিন ধরনের ফরম্যাটেই খেলতে দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link