ভারতের একাদশ দেখে সবাই ভেবে নিয়েছিল, দুবাইয়ের উইকেটটায় রাজত্ব করতে চলেছে স্পিনাররা। কিন্তু নিউজিল্যান্ডের ম্যাট হেনরি যেন বললেন, ‘হোল্ড মাই কাপ’। ভারতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিলেন কিউই এই পেসার। ভারতীয় ব্যাটিং দম্ভের গায়ে সজোরে আঘাত হানলেন তিনি।
ভারতীয় ব্যাটিং ইউনিটের ধ্বংসযজ্ঞের শুরুটা হেনরির হাত ধরে। সমাপ্তি রেখাও তিনিই টেনে দেন। ইনফর্ম শুভমান গিলকে হাত খোলার সুযোগই দিলেন না। লেগ বিফোরের ফাঁদে ফেললেন তিনি। সেখান থেকেই যেন ভারতের ব্যাটিং অর্ডারের থমকে যাওয়া শুরু।
হেনরির আঘাতের পর ৩০ রানে সাজঘরে ফেরে টিম ইন্ডিয়ার টপ অর্ডার। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলিও হেনরির শিকারে পরিণত হন। তবে বিরাটের আউটের ক্ষেত্রে সম্পূর্ণ কৃতীত্ব গ্লেন ফিলিপসের প্রাপ্য। পয়েন্টে দাঁড়িয়ে বাজপাখির মত হাওয়ায় ভেসে ক্যাচ লুফে নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের জন্যে যেই হুমকির কারণ হতে পারতেন, তাকেই ফিরিয়েছেন হেনরি। গিল, বিরাটের পর দারুণ খেলতে থাকা হার্দিক পান্ডিয়াকেও থামিয়ে দেন কিউই পেসার। এছাড়া রবীন্দ্র জাদেজাও পরিণত হয়েছে তার উইকেটে। শেষদিকে মোহাম্মদ শামিকে আউট করে, ভারতকে ২৪৯ রানেই থামিয়ে দেন ম্যাট হেনরি।
মোটে ৮ ওভার বোলিং করেছেন হেনরি। ৪২ রানের বিনিময়ে পাঁচটি মহাগুরুত্বপূর্ণ উইকেট গিয়েছে তার পকেটে। দুবাইয়ের উইকেটে স্পিনারদের সাফল্যের হার বেশি, সে কথা সত্য। কিন্তু নিজের দিনে হেনরিরা প্রচণ্ড ভয়ংকর।
সে ভয়ংকর রুপটাই টের পেল রোহিত শর্মার দল। হেনরি তার দলকে লড়াই করবার রসদ জুগিয়েছেন, এখন বাকি কাজটা করতে হবে তার দলের ব্যাটারদের।