বিপিএলে বিদেশিদের আধিপত্য, স্ট্রাইকরেটের তালিকায় দেশীয়রা ঢের পিছিয়ে

বিদেশিদের আধিপত্যে খানিকটা দুঃখ পাওয়ার উপক্রম। কেননা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিদেনপক্ষে হাজার রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইকরেটে বিদেশিদের জয়জয়কার।

সর্বোচ্চ স্ট্রাইকরেট কার? এমন প্রশ্নের অনুসন্ধানে, বিদেশিদের আধিপত্যে খানিকটা দুঃখ পাওয়ার উপক্রম। কেননা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিদেনপক্ষে হাজার রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইকরেটে বিদেশিদের জয়জয়কার। সেরা পাঁচের পাঁচজন বিদেশি। দুইজন ক্যারিবিয়ান ছাড়া এই তালিকায় আছেন একজন করে শ্রীলঙ্কান, প্রোটিয়া ও ইংলিশ ব্যাটার।

  • ডেভিড মালান (ইংল্যান্ড)

সর্বোচ্চ স্ট্রাইকরেটের পাঁচজনের তালিকায় সবার নিচে রয়েছে ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ১১৮৫ রান সংগ্রহ করেছেন তিনি ৩৭ ম্যাচে। পাঁচটি ভিন্ন ফ্রাঞ্চাইজির জার্সি গায়ে জড়ানো মালানের বিপিএল স্ট্রাইকরেট ১৩৭.৩১।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে এই তালিকায় নিচের দিকে দেখতে পাওয়াটা খানিকটা হতাশার। বিপিএলে পাঁচটি সেঞ্চুরি হাঁকানো গেইলের বিপিএল স্ট্রাইকরেট ১৪৮.৪০। বিপিএলে তিনি সাতটি ভিন্ন দলের হয়ে ৫২ ম্যাচে মাঠে নেমেছেন। ১৭২৩ রান করা ক্যারিবিয়ান এই ব্যাটার, খুব সামন্য ব্যবধানে পিছিয়ে আছেন তালিকার বাকিদের তুলনায়।

  • এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

চারটি আলাদা ফ্রাঞ্চাইজির অধীনে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এভিন লুইসের। ৪১ ম্যাচের বিপিএল ক্যারিয়ারে, ১১৫২ রান করেছেন তিনি। ১৪৮.৮৩ স্ট্রাইকরেট নিয়ে তিনি চুল পরিমাণ ব্যবধানে পিছিয়ে অবস্থান করছেন তিন নম্বরে।

  • রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)

এই তালিকায় থাকা বাকিদের তুলনায় সবচেয়ে কম সংখ্যক ম্যাচ খেলেছেন রাইলি রুশো। মাত্র ৩৭ ম্যাচে তার সংগ্রহ ১২৪০ রান। স্রেফ তিনটি দল পরিবর্তন করে মাঠ মাতিয়েছেন রুশো। বিপিএলে তার স্ট্রাইকরেট, ১৪৮.৮৫। ভগ্নাংশের ব্যবধানে তিনি দুই নম্বর স্থানে অবস্থান করছেন সর্বোচ্চ স্ট্রাইকরেটের তালিকায়।

  • থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)

লঙ্কান অলরাউন্ডার, বিপিএলে দীর্ঘদিন ধরে ছিলেন এক ধ্রুব চরিত্র। সাতটি ভিন্ন ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এই সময়ে ব্যাটে-বলে সমানতালে পারফরম করার চেষ্টা করেছেন। ফিনিশার রোলে সাধারণত ব্যাটিং করায় তার স্ট্রাইকরেট সবচেয়ে বেশি। ১৫২.৯৮ স্ট্রাইকরেটে বিপিএলের মঞ্চে ১২৩০ রান সংগ্রহ করেছেন থিসারা পেরেরা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link