দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর কয়েকটা দিন বাকি শুধু। এরপরই মাঠে গড়াবে আরাধ্য এ টুর্নামেন্ট। আট দলের রোমাঞ্চকর লড়াই অবশ্য এখন থেকেই উত্তাপ সৃষ্টি করছে ক্রিকেটপ্রেমীদের মাঝে, সেই উত্তাপ আরো বাড়িয়ে দিতে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলারের তালিকা তুলে ধরলো খেলা-৭১।
- কাইল মিলস (নিউজিল্যান্ড)
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ম্যাচ খেলে ২৮ উইকেট নিয়েছিলেন কাইল মিলস। এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে এটিই কোন বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। দলগতভাবে নিউজিল্যান্ড কিছু করতে না পারলেও অনন্য ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন তিনি। বিশেষ করে ২০১৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বিধ্বংসী স্পেল সহজে ভোলা দায়।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
স্লিঙ্গা অ্যাকশনে খ্যাতি কুড়ানো লাসিথ মালিঙ্গা আছেন তালিকার দুই নম্বরে। মাত্র ১৬ ম্যাচ খেলেই ২৫ উইকেট বাগিয়ে নিয়েছিলেন তিনি; কখনো পাঁচ উইকেট না পেলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মত স্পেল উপহার দিয়েছেন কতবার – অবশ্য তাঁর মাপের এমন একজনের কাছে এটাই তো প্রত্যাশিত।
- মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)
বোলারদের কোন রেকর্ড নিয়ে আলোচনা হবে আর মুত্তিয়া মুরালিধরন সেখানে থাকবেন না সেটা আসলে হতে পারে না। মুরালিধরন আছেন এখানেও, ১৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে তাঁর অবস্থান মালিঙ্গার পরেই। তবে এই স্পিনারের বিশেষত্ব তাঁর ইকোনমি, ওভারপ্রতি স্রেফ ৩.৬০ রান খরচ করেছেন তিনি।
- ব্রেট লি (অস্ট্রেলিয়া)
১৬ ম্যাচে ২২ উইকেট পেয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ব্রেট লি। আইসিসির এই ইভেন্টে তাঁর ফাইফার বা ফোরফার না থাকলেও পারফরম করার ক্ষেত্রে কমতি রাখেননি তিনি।
- গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)
এক্সপ্রেস পেস কিংবা আহামরি সুইং ছিল না গ্লেন ম্যাকগ্রার ভান্ডারে। তবু একই চ্যানেলে বল করে যাওয়ার অতিমানবীয় গুণের কারণে তিনি হয়ে উঠেছিলেন ব্যাটারদের আতঙ্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেটার ব্যতিক্রম হয়নি, স্রেফ ১২ ম্যাচ খেলেই ২১জন ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন তিনি।