সমাপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ২০২৫ সাল। বছরজুড়ে ছিল চ্যাম্পিয়নস ট্রফি কিংবা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ২০২৫ সালে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি সংখ্যক উইকেট শিকার করা বোলারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।
- তাসকিন আহমেদ (৩২ টি উইকেট)

বিগত বছরগুলোর মতো বল হাতে ততটা জ্বলে উঠতে দেখা যায়নি তাসকিন আহমেদকে। এ বছর লাল বল হাতে একটি ম্যাচ না খেললেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ১৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাসকিন। ওয়ানডেতে তাঁর পারফরম্যান্স ছিল সাদামাটা। ৬ ইনিংস বল করতে নেমে ৮ উইকেট শিকার করেছেন। তবে টি-টোয়েন্টিতে ১৩ ইনিংসে প্রতি সাড়ে আঠারো রান ব্যয়ে ২৪ টি উইকেট নিয়েছেন তিনি।
- তাইজুল ইসলাম (৩৩ টি উইকেট)

বরাবরের মতোই লাল বল হাতে ধারাবাহিক পারফরমার ছিলেন তাইজুল ইসলাম। সাদা বলের ক্রিকেটে তার ডাক আসেনা খুব একটা। সে কারণে বছর জুড়েই টেস্ট ম্যাচ খেলে বেড়িয়েছেন তিনি। ৬ টেস্টে ৫ ইনিংস বল করে ৩৩ টি উইকেট নিয়েছেন তাইজুল। পাঁচ উইকেট শিকার করেছেন দুইবার।
- তানজিম হাসান সাকিব (৩৫ টি উইকেট)

সাদা বলের দুই ফরম্যাটে তানজিম হাসান সাকিব এখন নিয়মিত মুখ। ২০২৫ সালে ওয়ানডেতে ৬ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি তে ২২ ইনিংসে ২৩ বার ড্রেসিং রুমে ফিরিয়েছেন ব্যাটারকে। মোটে ৩৫ টি উইকেট নিয়ে তালিকার ৩ নম্বরে তিনি।
- মেহেদী হাসান মিরাজ (৩৫ উইকেট)

টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও বৃহত্তর দুই ফরম্যাটের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ। এ বছর ওয়ানডেতে পেয়েছেন অধিনায়কত্ব। ২০২৫ সালে টেস্টে নয় ইনিংস বল করতে নেমে ২০ উইকেট নিয়েছেন মিরাজ। ওয়ানডেতে ১১ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।
- রিশাদ হোসেন (৫০ টি উইকেট)

কয়েক বছর আগেও বাংলাদেশের জার্সি গায়ে কোনো লেগস্পিনার কে দেখা ছিল স্বপ্ন সমতূল্য। সেখানে রিশাদ হোসেন বাংলাদেশ ক্রিকেটে আসে আশার বাণী নিয়ে। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ পঞ্চাশটি উইকেট নিয়েছেন রিশাদ।
ওয়ানডেতে মাত্র ৭ ইনিংসে শিকার করেছেন ১৭টি উইকেট। পাঁঁচ উইকেট শিকার করেছেন একবার। টি-টোয়েন্টিতে ২৪ ইনিংসে ৩৩ উইকেট নিয়েছেন। অভিষেকের পর থেকেই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে আস্থার প্রতীক হয়ে উঠছেন এই বাংলাদেশি লেগ স্পিনার।










