আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি তারকা মুস্তাফিজ

সদ্য অনুষ্ঠিত হওয়া ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডারস। যা যেকোনো বাাংলাদেশিদের মধ্যেই এ যাবতকালে সর্বোচচ মূল্য।

কালের পরিক্রমায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেন ক্রমশই আড়ম্বরপূর্ণ হচ্ছে। অর্থ-পরিধি সব কিছুতেই আইপিএল এখন ক্রিকেট বিশ্বের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। প্রতিবছর আইপিএল কে ঘিরে বাংলাদেশি সমর্থকদের মধ্যেও ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকে আইপিএলে খেলা বাংলাদেশি ক্রিকেটারেরা।

সদ্য অনুষ্ঠিত হওয়া ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডারস। যা যেকোনো বাাংলাদেশিদের মধ্যেই এ যাবতকালে সর্বোচচ মূল্য। আশ্চর্যজনক হলে সত্য এর আগে তালিকার সবচেয়ে ঊর্ধ্বে নামটি ছিল মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের এ আয়োজন।

৩) সাকিব আল হাসান (৩ কোটি ২০ লাখ রুপি)

২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২৩ এ চার আসরে সাকিব আল হাসান আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। গায়ে জড়িয়েছেন সানরাইজারস হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডারস এর জার্সি। ২০২১ সালে সাকিব আল হাসান কে নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা।

২) মাশরাফি বিন মুর্তজা (প্রায় চার কোটি রুপি) 

২০০৯ আইপিএলে ৬ লাখ ডলারে মাশরাফি কে দলে ভিড়িয়েছিলো কলকাতা। যা তৎকালীন বাজারদর অনুযায়ী প্রায় চার কোটিরও বেশি। আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান ম্যাস।

৩) মুস্তাফিজুর রহমান (৯ কোটি ২০ লাখ রুপি)

সর্বশেষ ২০২৬ আইপিএল এর মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডারস। আর সেই সূত্রেই দ্যা ফিজ এখন সর্বোচ্চ দামে বিক্রিত হওয়া বাংলাদেশি ক্রিকেটার। এর আগে আসরের মাঝে ম্যাকগার্ক এর বদলি হিসেবে প্রায় ৬ কোটি রুপি দিয়ে কয়েক ম্যাচের জন্য ফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link