বল হাতে নিয়ে স্ট্যাম্পের পাশে আরাম করে বসে রইলেন খুশদিল শাহ, যেন শীতের দিনে পিঠে বানানো দেখছেন তিনি। অপরপ্রান্তে থাকা দুই ব্যাটার এনামুল হক বিজয় ও আকবর আলীর দিকে তাকালেন। এরপর মুচকি হেসে আলতো ছোঁয়ায় তুলে ফেললেন স্ট্যাম্পের বেলস। টু মাচ ফান!
খুশদিলের কাণ্ড-কারখানা খানিক বিনোদিত করেছে বটে। কিন্তু আকবর আলীর স্বার্থপরতা বরং দুর্বার রাজশাহীর বিরক্তির কারণ হয়েছে। নিজের উইকেট বাচাতে গিয়ে তিনি প্যাভিলিয়নে পাঠিয়েছেন সেট ব্যাটার বিজয়কে। অথচ ঠিক চার বল পরেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন আকবর।
ঘটনাটা ঘটেছে ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে। আকিভ জাভেদের বল আলতো টোকায় লেগ সাইডে ঠেলে দিলেন আকবর। নিজেই প্রথমে রান নেওয়ার জন্যে দৌড় শুরু করেন। অন্যদিকে, উইকেটের মাঝপথে আকিভের সাথে ধাক্কা সামলে স্ট্রাইকিং প্রান্তে চলে এসেছেন বিজয়। কিন্তু আকবর রয়েছেন ঠায় দাঁড়িয়ে।
ততক্ষণে খুশদিল শাহ বল নিয়ে চলে গেছেন নন স্ট্রাইকিং প্রান্তে। তাকে সেখানে যেতে দেখেই আকবর নিজের ব্যাট স্ট্রাইকিং প্রান্তের ক্রিজের ভেতর বিজয়ের আগে প্রবেশ করান। অন্যদিকে, বল হাতে নিয়ে খুশদিল আরাম করে বসে খানিকক্ষণ দেখলেন দুই ব্যাটারের স্বার্থপরতার কাণ্ড কারবার।
অঙ্গভঙ্গিতে বোঝাতে চাইলেন যেন কেউ কি আসবে এই প্রান্তে? কিন্তু কেউ এলেন না। অগত্যা খুশদিল স্ট্যাম্পের বেলস উপড়ে ফেললেন। এরপর অবশ্য নিজের উইকেট বাঁচিয়ে কাজের কাজ কিছুই করতে পারেননি আকবর। ছয় বলে মাত্র দুই রান করে তিনি আউট হয়েছেন আকিভের বলে।
দুই ম্যাচ আগে শতক হাঁকানো ব্যাটার অযথাই আউট হলেন, আকবরের এক ভুল কলে। বিধ্বস্ত বিজয় খানিক রাগ ঝড়ে মাঠ ছেড়েছেন। এমন ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাটারের মেজাজ হারিয়ে ফেলার জন্য যথেষ্ট।