ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার অজিত আগারকার। জানা গেছে, সর্বোচ্চ পারিশ্রমিকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের এ দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এ পেসার।
গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দেওয়ার খবরটি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির পরামর্শেই এই নিয়োগ হয়েছে। যে কমিটিতে আছেন সুলক্ষণা নায়েক, যতিন পারাঞ্জাপে ও অশোক মালহোত্রা।
নতুন এ নির্বাচক কমিটিতে ৪৫ বছর বয়সী আগারকারের সহকারী হিসেবে থাকছেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সালিল আনকোলা এবং শ্রীধরন শরথ। তাদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি রূপি পারিশ্রমিক পেতে পারেন আগারকার। বিসিসিআাইয়ের চাওয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই কাজ শুরু করবে নতুন নির্বাচক কমিটি।
জানা গেছে, আগারকারের নেতৃত্বাধীন এ নির্বাচক কমিটি তরুণ ক্রিকেটারদের অগ্রাধিকার দিয়েই দল সাজাবে। সেই পরিকল্পনায় গুঞ্জন আছে, ভারতের টি-টোয়েন্টি দলে আর নাও দেখা যেতে পারে বিরাট ও রোহিতকে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকেই খালি ছিল ভারতের প্রধান নির্বাচকের আসনটি। প্রধান নির্বাচককে ছাড়াই দল গঠন হয়েছে এত দিন। শিব সুন্দর দাসকে অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। স্টিং অপারেশনে ফেঁসে গিয়ে পদ থেকে সরে গিয়েছিলেন চেতন শর্মা। এরপর থেকেই খালি ছিল প্রধান নির্বাচকের পদ। অবশেষে অজিত আগার সেই শূন্যস্থান পূরণ করলেন।
ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আগারকার। সব মিলিয়ে তিন সংস্করণে ৩৪৯ টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৬ সালে লাল বল এবং ২০০৭ সালে সাদা বলের ক্রিকেটে ভারতকে বিদায় জানান আগারকার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাজয়ী ভারতের স্কোয়াডে ছিলেন তিনি।