স্মিথের ছলনার জালে আটক গিল

স্মিথের ফাঁদে পা দিলেন গিল। ঘুরে স্মিথকে জবাব দিলেন, ‘তুমিও ইনিংসের শুরুতে সময় নাও, তাতে সমস্যা হয় না!’

লাঞ্চের আগের শেষ ওভার। ভারতের দুই ব্যাটার আগেই ফিরে গেছেন সাজঘরে। আরেকটা উইকেট তুলে ফেলতে পারলে মন্দ হয় না।

অস্ট্রেলিয়া সেই কাজটা করল তাঁদের নিজস্ব ঢঙে। ওভারটা করছিলেন নাথান লিঁও। ব্যাটিংয়ে শুভমান গিল। স্ট্যাম্প মাইকে শোনা গেল মার্নাস লাবুশেন বলছেন, ‘ল্যাবুশেন বলছে, ইজি গ্যারি, ইজি!

স্লিপে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ। এসব ইস্যুতে তিনি আবার এক কাঠি সরেস। তিনি শুভমান গিলকে উদ্দেশ্য করে বললেন, ‘হি ওয়ান্টস টু টেইক টাইম, লেট হিম!’

স্মিথের ফাঁদে পা দিলেন গিল। ঘুরে স্মিথকে জবাব দিলেন, ‘তুমিও ইনিংসের শুরুতে সময় নাও, তাতে সমস্যা হয় না!’

এটুকুতে মিটে গেল ঠিক ছিল। কিন্তু, ব্যাট হাতেও জবাব দিতে চাইলেন গিল। চার্জ করতে গেলেন। ক্রিজ থেকে বের হয়ে আসলেন, শেষ মুহূর্তে শট চেক করতে গেলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ব্যস স্লিপে ক্যাচ তুলে দিলেন ওই স্মিথের হাতেই!

স্মিথ ব্রডকাস্টারকে বলেন, ‘শুভমান সময় নিতে চাচ্ছিল। ওই সময় আমার যা করার সেটাই করেছি। দ্যাট হ্যাপেন্স!’

শুভমানের মনোযোগ হারিয়ে ফেলাটা অবশ্য এই মুহূর্তে খুবই স্বাভাবিক। ব্যক্তিগত জীবনটা তাঁর এই মুহূর্তে একেবারেই এলোমেলো।

গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে গিল-সহ চার ভারতীয় ক্রিকেটারের নাম প্রকাশ্যে এসেছে এখনও ২৪ ঘণ্টাও হয়নি! এই সুযোগ স্মিথ হাতছাড়া করেন কি করে!

Share via
Copy link