হাল্ক মোড অ্যাক্টিভেটেড!

চার ওভারে ৭৫ রান দিয়ে থামলেন মোহাম্মদ শামি। এই পরিসংখ্যান শুধু একজন বোলারের জন্য দু:স্বপ্ন নয়, যেন আত্মবিশ্বাসের মেরুদণ্ড ভেঙে দিলেন মার্কাস স্টোয়িনিস।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রীতিমত কাঁটা দিয়ে কাঁটা তুললেন মার্কাস স্টোয়িনিস। হায়দ্রাবাদী ইন্টেন্ট তিনি দেখালেন খোদ সানরাইজার্সের বিপক্ষে। পাঞ্জাব কিংসের শেষ চার বলে চার ছক্কা। স্টোয়িনিস যেন শামিকে দেখাচ্ছিলেন সেই পুরনো শিক্ষা – যদি লাইন না মেনে বল না করো, তাহলে শাস্তি অবধারিত!

২০ তম ওভারের তৃতীয় বল। ফুল লেন্থে, মিডল-লেগে। ঠিক সেই জায়গা যেখান থেকে ব্যাটারদের চোখ চকচক করে ওঠে। স্টোয়িনিস ক্লাসিক ভঙ্গিমায় ফ্রন্ট লেগ সরিয়ে ছক্কা হাঁকালেন ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে। দর্শকরা উঠে দাঁড়িয়েছে, শামি তখনও খুঁজছেন ইয়র্কারের পথ।

পরের বলে ফের ইয়র্কার চেষ্টা, কিন্তু হল ফুলটস। স্টোয়িনিস একই স্ক্রিপ্টে মারলেন, এবারে ছক্কা আবার ডিপ মিড-উইকেট। পঞ্চম বলটা স্লোয়ার, লেন্থ বল, একটু বাইরে। স্টোয়িনিস হাঁকিয়ে বল পাঠালেন লং-অন বাউন্ডারির ওপারে।

শেষ বলে অ্যাঙ্গেল বদলে শেষ চেষ্টা করলেন শামি। রাউন্ড দ্য উইকেট এসে লেগ স্টাম্পে ফুল-টস। যেন শামি নিজেই ব্যাটারকে ছক্কার আমন্ত্রণপত্র দিলেন।  বল এবার ফাইন লেগের ওপর দিয়ে, আরও একটি ছক্কা!

চার ওভারে ৭৫ রান দিয়ে থামলেন মোহাম্মদ শামি। এই পরিসংখ্যান শুধু একজন বোলারের জন্য দু:স্বপ্ন নয়, যেন আত্মবিশ্বাসের মেরুদণ্ড ভেঙে দিলেন মার্কাস স্টোয়িনিস।

Share via
Copy link