পিএসএলের ম্যাচ মানেই বল হাতে রিশাদের উইকেট। এ যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। আজকের ম্যাচেও ২ উইকেট শিকার করে যেন রিশাদ প্রমাণ করলেন এই কথাটাই।
নিজের খেলা তৃতীয় ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে ৪৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। ইকোনমি রেট বলছে, বল হাতে একটু খরুচেই হয়ে গিয়েছিলেন রিশাদ। তবে ম্যাচের মোমেন্টাম কিছুটা হলেও লাহোরের দিকে ফিরিয়ে এনেছে তার এই উইকেট জোড়া।
পিএসএলের প্রতিটি পিচ রান সহায়ক। মুলতান ক্রিকেট স্টেডিয়াম আজকেও প্রমাণ রেখেছে তার। ফ্ল্যাট উইকেট, তাই তো তাণ্ডব চালাচ্ছিলেন দুই ওপেনার ইয়াসির খান এবং মোহাম্মদ রিজওয়ান। সপ্তম ওভারের মাথায় ৮৯ রানে প্রথম উইকেট পড়ে মুলতানের, ফিরে যান কাপ্তান রিজওয়ান।
একপ্রান্তে যখন ইয়াসির তাণ্ডব চালাচ্ছিলেন, অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন উসমান খান। দুজনের জমে ওঠা পার্টনারশিপে যখন হাতছাড়া হয়ে যাচ্ছিলো লাহোরের মোমেন্টাম, তখনই আঘাত হানেন রিশাদ হোসেন। ভয়ংকর হয়ে ওঠা ওসমানকে ফেরান ৩৯ রানে।
নিজের স্পেলের শেষ ওভারে পরের শিকার এস্টন টার্নার।
৪ ওভারে ৪৫ রান, ২ উইকেট। মনে হতেই পারে এ আর এমনকি ব্যাপার। তবে স্কোরবোর্ডে যখন দেখবেন ২০ ওভার শেষে মুলতান ২২৮ রান জমা করেছে, তখন রিশাদের স্পেলকে খুব বেশি খারাপ বলা যাবে কি?
লেগস্পিনরা একটু বেশি রান দেন, তবে তাদের মূল কাজটা উইকেট তোলা। রিশাদ যা নিয়মিত করে যাচ্ছেন খুব ভালোভাবেই। তাই তো তিন ম্যাচে শেষে তার ঝুলিতে ইতিমধ্যেই আছে ৮ উইকেট। আসর শেষে সংখ্যাটা কোথায় থামে, সেটারই এখন অপেক্ষা।