এক বোলার, দুই হাত! শেরে বাংলায় এ কে এম হাসনা হাবিব অদ্ভুত এক কাণ্ডই ঘটালেন।
ক্রিকেটের ইতিহাসে অদ্ভুত সব বোলিং অ্যাকশনের গল্প আছে, কিন্তু এমন দৃশ্য ক’জন দেখেছেন? বাঁ-হাতি ব্যাটার এলে বল করছেন ডান হাতে, আর ডান-হাতি ব্যাটার এলে বল করছেন বাম হাতে! এমনই এক অদ্ভুত, রহস্যময় কাণ্ড ঘটিয়ে সবাইকে চমকে দিলেন এ কে এম হাসনা হাবিব।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষের দুই ওপেনারই চেনা মুখ — অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জেতানো জাওয়াদ আবরার আর আজিজুল হাকিম তামিম। মারমুখী দুই তরুণ, লক্ষ্য মাত্র ২২৯ রান—তাদের থামাতে এসে হাবিব যেন রীতিমতো ম্যাজিক দেখালেন!
২৯ বছর বয়সী হাসনা হাবিব আসলে স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৯ ম্যাচে ৩৮ উইকেটও আছে তার। তবে, ম্যাচে তিনি যা করলেন, সেটা ক্রিকেটীয় হিসাব-নিকাশের বাইরে এক রহস্যময় গল্প হয়ে থাকবে!
ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বলটা করলেন ডান হাতে, কারণ ব্যাটিংয়ে বাঁ-হাতি আজিজুল হাকিম তামিম। কিন্তু প্রথম বলেই সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন তামিম। এবার স্ট্রাইক পেলেন ডান-হাতি জাওয়াদ আবরার। আর মুহূর্তেই বদলে গেল সব! এইবার বোলিং করলেন বাঁ-হাতে!
অষ্টম ওভারে পুরোটা জাওয়াদ আবরারের বিপক্ষে করলেন বাঁ-হাতেই। ফলাফল? মেডেন ওভার! রহস্যের ঘনঘটা আরও বাড়ল! যেমন রহস্যময়, তেমনই বিনোদনে ভরপুর হাসনা হাবিবের বোলিং। তবে দশম ওভারেই তার পরীক্ষা নিলেন আজিজুল হাকিম তামিম। ডিপ কাভার, ডিপ এক্সট্রা কাভার দিয়ে তিনটি দুর্দান্ত বাউন্ডারি হাঁকালেন!
ম্যাচের ফলাফল যাই হোক, দিন শেষে হাবিব তার অনন্য কৌশল দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। এই বোলিং স্টাইল কতদিন টিকবে, সেটাই এখন দেখার বিষয়!