ধোনির সাথে কথা বলাও যেন বিপদ!

মহেন্দ্র সিং ধোনি—ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। তাঁর অধিনায়কত্ব, শান্ত ধৈর্যশীল স্বভাব ও শীতল মস্তিষ্কের জন্যই তিনি জনপ্রিয় ‘ক্যাপ্টেন কুল’ নামে। তবে মেজাজ খারাপ থাকলে তাঁর সাথে কথা বলা বিপদ। তাই তো ধোনির মেজাজ খারাপ থাকলে আজও তাঁর সঙ্গে কথা বলার আগে দুইবার ভাবেন রবীন্দ্র জাদেজা।

মহেন্দ্র সিং ধোনি—ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। তাঁর অধিনায়কত্ব, শান্ত ধৈর্যশীল স্বভাব ও শীতল মস্তিষ্কের জন্যই তিনি জনপ্রিয় ‘ক্যাপ্টেন কুল’ নামে। তবে মেজাজ খারাপ হলে তাঁর সাথে কথা বলাও বিপদ। তাই তো ধোনির মেজাজ খারাপ থাকলে তাঁর সঙ্গে কথা বলার আগে দুইবার ভাবেন রবীন্দ্র জাদেজা।

দীর্ঘদিন ভারতীয় দলে এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির অধীনে খেলেছেন জাদেজা। অনেক সুখকর স্মৃতি রয়েছে তাঁদের মধ্যে। তবে রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে অন্যরকম এক স্মৃতিচারণা করেন জাদেজা।

তিনি বলেন, ‘২০০৫ সালে চেন্নাইয়ে চ্যালেঞ্জার ট্রফিতে প্রথম ধোনির সঙ্গে দেখা। আমি মুম্বই থেকে যাচ্ছিলাম, বিমানে ধোনির সঙ্গে দেখা হয়। আমি তখন ইকনমি ক্লাসে ছিলাম, ও ছিল বিজনেস ক্লাসে। সবাই বলছিল, ধোনি ওখানে বসে আছে। কিন্তু আমার ওর সঙ্গে দেখা করতে একটু অস্বস্তি লাগছিল।’

জাদেজা আরও বলেন, ‘ধোনি মুখে কিছু না বললেও তাঁর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায়, কখন তিনি কথা বলার মুডে নেই। এখনও যদি বুঝি ওর মেজাজ ভালো নেই, তা হলে আমি কথা বলি না। হয়তো কিছু বলবে না, কিন্তু মুখের ভঙ্গি দেখেই বুঝিয়ে দেবে ওর মেজাজ ঠিক নেই।’

তবে ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই গভীর। চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার আইপিএল শিরোপা জয়ের সাক্ষী এই জুটি। ধোনির অধীনে জাদেজার উন্নতি ও ম্যাচজেতানো পারফরম্যান্স বারবার উঠে এসেছে আলোচনায়।

তবে শুধু ধোনি নন, জাদেজার ক্রিকেট ক্যারিয়ারে আরও এক ‘মহেন্দ্র’-এর অবদান রয়েছে। তিনি হলেন মহেন্দ্র সিং চৌহান, যিনি তাঁর ছোটবেলার কোচ।

এ বিষয়ে জাদেজা বলেন, ‘আমার ক্রিকেটযাত্রার নেপথ্যে দু’জন মহেন্দ্র আছেন — মহেন্দ্র সিং ধোনি এবং মহেন্দ্র সিং চৌহান। আট-নয় বছর বয়সে জামনগরের ক্রিকেট বাংলো নামে একটি মাঠে খেলা শুরু করি। সেখানে কোচ ছিলেন চৌহান স্যার। এখনও তিনি সেই মাঠে কোচিং দেন। আমি মাহি ভাইকেও ওঁর কথা বলেছি।’

জীবনের প্রতিটি পরতে ধোনির ছায়া অনুভব করেন জাদেজা। মাঠের ভিতরে কিংবা বাইরে, ধোনির প্রভাব তাঁর খেলোয়াড়ি জীবনে রয়েছে গভীরভাবে। তবে দুই মহেন্দ্রের অলিখিত অধ্যায় জাদেজার জীবনে স্মরণীয় — যেখানে এক ধোনির অধিনায়কত্বে গড়ে উঠেছেন আর এক মহেন্দ্রের ছাত্র।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link