ভারতের আবেদন প্রত্যাখ্যান করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগামী তিন আসরের আয়োজক হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) মনোনীত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডে আয়োজিত আগের তিনটি ফাইনালে সন্তুষ্ট হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭ আসরের ফাইনাল আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইসিসির কাছে আবেদনপত্রও জমা করেছিল ভবিষ্যতের কোনো আসর ভারতে আয়োজনের জন্য। তবে, সেই আবেদনের ডাকে গুরুত্ব দেয়নি আইসিসি। ফলে ভবিষ্যতের তিনটি ফাইনালও তাই ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে। সম্প্রতি সিঙ্গাপুরে হওয়া আইসিসির বার্ষিক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ‘ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগের ফাইনালগুলো সফলভাবে আয়োজন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এখন পর্যন্ত ২০২১, ২০২৩ এবং ২০২৫ এই তিন আসরের তিনটি ফাইনাল ইংল্যান্ডের মাঠে গড়িয়েছে। কোন বারেই স্বাগতিক দেশ ফাইনালের স্বাদ পায়নি। তবুও গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতি নজর কেড়েছে। তাই তো এই দর্শকদের উন্মাদনা আর গত আসরগুলোর সফলতায় আবারও দায়িত্ব পেল ইসিবি। সেইসাথে একপ্রকার স্বপ্নভঙ্গ হলো ভারতের।