বিশ্ব ক্রিকেটে নিয়মের খাতায় করা হল বড়সড় রদবদল। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি — তিন ফরম্যাটেই নতুন নিয়ম আনলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আনলো আইসিসি!
- টেস্টে চালু হচ্ছে স্টপ ক্লক
সাদা বলের ক্রিকেটে আগে থেকেই চালু হওয়া ‘স্টপ ক্লক’ এবার জায়গা করে নিচ্ছে টেস্ট ক্রিকেটেও। নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পরের ওভার শুরু না করলে প্রথমে দু’বার সতর্ক করা হবে ফিল্ডিং দলকে। এরপরও সময়ক্ষেপণ হলে ৫ রান পেনাল্টি দেওয়া হবে।
- বল পাল্টানোর ক্ষমতা শুধুই আম্পায়ারের হাতে
ইচ্ছাকৃতভাবে থুতু ব্যবহার করে বল পালিশ করলে দলগুলো আর আম্পায়ারের কাছে বল পাল্টানোর অনুরোধ করতে পারবে না। ম্যাচ চলাকালে বলের অবস্থা যাচাই করে একমাত্র আম্পায়ারই সিদ্ধান্ত নেবেন বল পাল্টানো হবে কি না।
- ডিআরএসে বড় পরিবর্তন
আগে কোনো ব্যাটার যদি বল প্যাডে লাগিয়ে ‘কট বিহাইন্ড’ আউট হন, পরে যদি সেটি এলবিডব্লিউ রিভিউ হয়, তখনও বেঁচে যাওয়ার সুযোগ থাকতো। এখন থেকে সেই সুযোগ থাকছে না। বল ট্র্যাকিংয়ে যদি বল স্টাম্পে লাগার কথা দেখায়— এমনকি যদি সেটা ‘আম্পায়ার্স কল’ হয়—তাহলেও ব্যাটারকে মাঠ ছাড়তে হবে।
- যৌথ রিভিউ হবে ঘটনাক্রম অনুযায়ী
একই বলের বিরুদ্ধে যদি একাধিক আবেদন হয়—যেমন এলবিডব্লিউ’র পরে রান আউট—তাহলে আগে যে আবেদন করা হয়েছে সেটিই আগে পর্যালোচনা করবেন টিভি আম্পায়ার। ফলে সিদ্ধান্ত আসবে ঘটনাক্রমে, এলোমেলো নয়।
- নো-বল হলেও ক্যাচটা ক্লিন ছিল কি না, খতিয়ে দেখবেন আম্পায়াররা
নো-বল হলে এবং সেই বলে ক্যাচের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ দেখা দিলে, আম্পায়ার নিশ্চিত হবেন বলটি ক্লিনলি ধরা হয়েছে কি না। যদি ধরা হয়ে থাকে, ব্যাটিং দল শুধু ১ রানই পাবে। আর যদি ক্যাচ ধরা না হয়, তাহলে ব্যাটাররা যত রান নিয়েছে, ততটাই পাবে।
- ইচ্ছাকৃত শর্ট রান মানেই শাস্তি
ব্যাটার যদি ইচ্ছা করে শর্ট রান নেন, আম্পায়াররা এবার ফিল্ডিং দলকে জিজ্ঞেস করবেন কে স্ট্রাইকে থাকবে। পাশাপাশি ব্যাটিং দলকে ৫ রান জরিমানাও করা হবে।
- ‘লাইক ফর লাইক’ বদলি খেলোয়াড় আসছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে
যদি কোনো খেলোয়াড় গুরুতর বাহ্যিক ইনজুরিতে পড়েন, তাহলে ম্যাচ অফিসিয়ালদের অনুমোদনের ভিত্তিতে তাঁর জায়গায় একই ধরনের একজন বদলি খেলোয়াড় নামাতে পারবে দল।
টেস্ট ক্রিকেটে কিছু নিয়ম ইতোমধ্যেই মাঠে কার্যকর হয়েছে। তবে সাদা বলের ক্রিকেটে নতুন নিয়মগুলো ২ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে। মাঠের খেলায় এ নিয়মগুলো কতটুকু প্রভাব ফেলে এটাই এখন দেখার অপেক্ষা!