২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বিদায় বলেছিলেন ছোট ফরম্যাটকে। গেল বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন সাদা পোশাকটাকেও তুলে রাখবেন। সোনালী এক অধ্যায় শেষ করতে যেন বড্ড তাড়া ‘হিটম্যান’ খ্যাত এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার রোহিত শার্মার।
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে রোহিত ভারতীয় ক্রিকেটকে দু-হাত ভরে দিয়েছেন। ২২ গজে ব্যাটটাকে রঙতুলির মতো বানিয়ে এঁকেছেন অসংখ্য চিত্রকর্ম। তাই রোহিত যেদিন খেলেন সেদিন অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়।
লাল বলকে বিদায় জানানোর দিনে রোহিত নিজের অবস্থান পরিষ্কার করে বলেছিলেন তিনি শুধু ওয়ানডে ফরম্যাট চালিয়ে যেতে চান। তাইতো ক্রিকেট পাড়ায় উৎসুকভাব, আর কতদিন ভারতের হয়ে মাঠে দেখা যাবে রোহিতকে?
এবার রোহিত নিজেই জানিয়েছেন আর কতদিন রোহিতকে পাবে ভারতীয় দল। ভারতীয় এক সাংবাদিককে রোহিত জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। রোহিত বলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি, আমি জানি আমাকে কখন থামতে হবে, আমি নিজেই থেমে যাবো, কারো সাহায্য লাগবে নাহ।’
নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে জানতে চাওয়া হলে রোহিত জানান, ‘আমি এখন যেভাবে খেলছি সেভাবেই খেলবো। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০ বল খেলে ১০ রান করতাম। এখন ২০ বল খেলে ৩০/৩৫ রান করতে পারি। প্রথম ১০ ওভারে বোর্ডে ৮০ রান থাকলে ক্ষতি কি! আমি এভাবে অনেক রান করেছি, দলের হয়ে অবদান রাখতে পারার লক্ষ্য থাকে আমার, আমি এখন ভিন্নভাবে ব্যাট চালাতে চাই। আমি যখন মনে করবো এই কাজটি আমি আর পারছি নাহ, তখনই ব্যাট-প্যাড তুলে রাখবো।’
ওয়ানডে ফরম্যাটে রোহিত ভারতের হয়ে ২৮৩ ম্যাচে খেলে রান করেছেন ১১,১৬৮, ব্যাটিং গড় ৪৮.৭৬। ৫৮ টি অর্ধ শতকের পাশাপাশি করেছেন ৩২ টি সেঞ্চুরিও। তিনটি ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ডও রয়েছে রোহিতের। রোহিতের অধিনায়কত্বে এবছ চ্যাম্পিয়নস ট্রফিও জিতে ভারত, ২০২৩ বিশ্বকাপের ফাইনালটাও তারই নেতৃত্বে খেলেছিলো ভারত।
টি-টোয়েন্টি কিংবা লাল বলকে বিদায় জানালেও এখনও ওডিআই ফরম্যাটে বেশ আগ্রহ রয়েছে রোহিতের। ২০২৭ বিশ্বকাপ দিয়েই হয়তো নিজের শেষটা করতে চাইবেন হিটম্যান।তবে পুরোটাই যে নির্ভর করছে নির্বাচকরা তাকে নিয়ে কি ভাবছে সেটার উপর। তবে এইটুকু তো দাবি করতেই পারেন রোহিত।