গভীর সংকটে ভারতের টেস্ট দল। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে যাওয়ার পথটা ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার জন্য। নিজেদের সূচিতে থাকা অর্ধেক টেস্ট ম্যাচ খেলে ফেলেছে ভারত। এই মুহূর্তে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ, ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে বহুগুণে।
টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম ফাইনালে উঠেছিল ভারত। শিরোপা অবশ্য তাদের অধরা থেকে গেছে। নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল তাদের। দ্বিতীয় চক্রের ফাইনালে যেতেই পারেনি ভারত। সাদা বলের ক্রিকেটের সফলতা, শিরোপা সবই ধরা দিচ্ছে ভারতের হাতে। কিন্তু লাল বলের মর্যাদার ক্রিকেটে পিছিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
নয় ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতেছে ভারত, ড্র করেছে একটি। এই মুহূর্তে তাদের পয়েন্ট ৫২। জয়ের শতকরা হিসেবে ৪৮.১৫ শতাংশ জয় যুক্ত হয়েছে ভারতের নামের পাশে। গত কয়েকটি আসর পর্যালোচনা করে দেখা গেছে, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলতে হলে নিদেনপক্ষে ৬০-৬৫ শতাংশ জয়ের রেকর্ড থাকতে হবে।

প্রথম আসরে ভারত ৫৮.৮ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে ফাইনাল খেলেছিল। গেল আসরে অস্ট্রেলিয়া ৬৭.৫৪% জয় নিয়ে ফাইনাল খেলেছিল। অতএব নিজেদের পরবর্তী সবগুলো ম্যাচে ভারতকে হতে হবে ‘নেয়ার পারফেক্ট’। অন্ততপক্ষে ৬০ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজের জন্য, ভারতকে আরও ৭৮ পয়েন্ট নিজেদের ঝুলিতে নিয়ে আসতে হবে।
বর্তমান পয়েন্ট সিস্টেমে, অন্তত পরবর্তী নয় টেস্টের মধ্যে ছয়টি জয়ের পাশাপাশি দুইটি ম্যাচ ড্র করলে নূন্যতম পয়েন্ট হাসিলের সম্ভাবনা সৃষ্টি হবে ভারতের। অন্যদিকে সাত টেস্ট জয় কাজটা খানিকটা সহজ করে দিতে পারে। কিন্তু তবুও দিনশেষে ভারতের প্রাপ্ত পয়েন্ট যথেষ্ট না-ও হতে পারে।
কেননা চার টেস্টের চারটি টেস্ট জিতে অস্ট্রেলিয়া রয়েছে ১০০ শতাংশ জয় নিয়ে রয়েছে সবার উপরে। ৭৫ শতাংশ জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা রয়েছে ঠিক তার পরের অবস্থানেই। অন্যদিকে নিউজিল্যান্ড এখন অবধি, একটি টেস্ট ম্যাচও খেলেনি নতুন সাইকেলে। অতএব বেশ শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের জন্য।

ভারত কি পারবে টেস্ট চ্যাম্পিয়নশীপের বর্তমানের চক্রের ফাইনালে পৌঁছাতে?











