চাইলেও পাকিস্তান ম্যাচ বর্জন করতে পারবে না ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট ময়দানে মুখোমুখি হবে, আর তা নিয় জলঘোলা হবে না তা কি করে হয়! ভারতজুড়ে সোরগোল পড়ে গেছে, 'এই ম্যাচ কেন বর্জন করা হবে না?'

ভারত-পাকিস্তান ক্রিকেট ময়দানে মুখোমুখি হবে, আর তা নিয় জলঘোলা হবে না তা কি করে হয়! এশিয়া কাপের মঞ্চে ১৪ সেপ্টেম্বর এই দুই দলের মাঠের নামার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ভারতজুড়ে সোরগোল পড়ে গেছে, ‘এই ম্যাচ কেন বর্জন করা হবে না?’- স্লোগানে মুখোর দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম।

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন বহু পুরনো। তবে এই দ্বৈরথ বাড়তি মাত্রা পেয়েছে চলতি বছরে। সীমান্তবর্তী এলাকায় দুই দেশই জড়িয়েছিল সামরিক লড়াইয়ে। ভারতে সন্ত্রাসী হামলার প্রভাবে। এরপরই দুই দেশের সম্পর্কের ঘটেছে আরও অবনতি। সে ঘটনার রেশ ধরে এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছিল সংশয়।

ইতোমধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ বর্জন করেছে ভারত। এশিয়া কাপেও কেন ভারত এমন পদক্ষেপ নেবে না?- সেই প্রশ্ন তুলছেন ভারতীয় সমর্থকরা। কিন্তু আদোতে ভারতীয় ক্রিকেট বোর্ড কি এমন কোন পদক্ষেপ নেবে?

প্রথমত ভারতের অনেকেই যুক্তি দাঁড় করিয়েছেন- অর্থের কাছে দেশপ্রেম অগ্রাহ্য হবে। বাণিজ্যিক দিক থেকে চিন্তা করলে, ভারত-পাকিস্তান ম্যাচ শুধু যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্যে রেভিনিউ জেনারেট করবে তা নয়। ভারত ক্রিকেট বোর্ডের জন্যেও লভ্যাংশ এনে দেবে।

এমন পরিস্থিতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ম্যাচ বর্জনের দৃষ্টতা দেখাবে না। তাছাড়া ম্যাচ বর্জন করলে পাকিস্তান পেয়ে যাবে পূর্ণ পয়েন্ট। তাতে করে পাকিস্তান এগিয়ে যাবে অনেকটাই। ভারতের জন্যে শিরোপা জয়ের রাস্তা অবরুদ্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে।

এছাড়াও গ্রুপ পর্বের ম্যাচ বর্জন করলেও, কোন কারণে দুই দল ফাইনাল অবধি চলে গেলে- তখনও বর্জনের ডাক আসবে। সেই ডাকে সাড়া দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে নিশ্চয়ই। তাইতো বিসিসিআই চাইলেও পাকিস্তানের বিপক্ষের  ম্যাচ বর্জন করতে পারবে না। তাতে করে আমছালা সবই যাবে ভারত ক্রিকেটের।

Share via
Copy link