অস্ট্রেলিয়ার পাল্লাটাই ভারি। ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সফলতার হার বেশি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর, আবারও একটা বৈশ্বিক আসরে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে হবে এই দুই দলের লড়াই। এ যেন ফাইনালের আগে ফাইনাল।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে ১৫১ বার। প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলতে নেমেছিল সেই ১৯৮০ সালে। প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল ভারত। মেলবর্নের সেই ম্যাচটি ৬৬ রানের ব্যবধানে জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।
এই দুই দলের সর্বশেষ দেখা হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। আহমেদাবাদের সেই ম্যাচটি হয়ত ভুলে যেতে চাইবে টিম ইন্ডিয়া, অথবা সেটাই সম্ভবত হতে পারে তাদের আসন্ন সেমিফাইনাল জয়ের অন্যতম জ্বালানি। ঘরের মাঠে বিশ্বকাপ পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মারা। সেই প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময় হাতের নাগালে।
খানিকটা ভরসা জোগাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলের লড়াইয়ের পূর্ব রেকর্ড। এখন অবধি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতেছে ভারত। একটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। অপর ম্যাচটি ভেসে গেছে বৃষ্টির জলে।
কিন্তু ওয়ানডেতে জয়ের দিক থেকে অনেকটাই এগিয়ে অস্ট্রেলিয়া। ১৫১ বারের মোলাকাতে ৮৪ ম্যাচে জয় তুলে নিয়েছে অজিরা। জবাবে ৫৭ ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে টিম ইন্ডিয়া। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ভারতের তুলনায় এগিয়ে অস্ট্রেলিয়া।
ওয়ানডে বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে ১৪ বার। যার মধ্যে ২০২৩ ফাইনাল সহ মোট ৯টি ম্যাচে জয় তুলে নিয়েছে অজিরা। অন্যদিকে পাঁচটি জয় হয়েছে ভারতের সঙ্গী। এমনকি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দুইবার গড়িয়েছিল মাঠে। রাউন্ড রবিন লিগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। কিন্তু মেগা ফাইনালে কপাল পুড়ে তাদের।
এখন দেখবার বিষয়, প্রায় বছর দেড়েক বাদে আহমেদাবাদের প্রতিশোধ ভারত নিতে পারে নাকি। এবার সম্ভবনাও রয়েছে তাদের পক্ষে। অস্ট্রেলিয়া দলটা যে অপেক্ষাকৃত কম শক্তিশালী, আর গোটা ভারত দল উড়ছে পারফরমারদের পাখায় ভর দিয়ে। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পরিসংখ্যানটা ভারিই রাখতে চাইবে ভারত।