শেষ দিনের অপেক্ষায় ভারত-ইংল্যান্ডের ভাগ্য!

লর্ডসে জমজমাট ভারত-ইংল্যান্ড মহারণ। ফলাফলের অপেক্ষায় থাকলো শেষ দিনটা। ভারতের ভাগ্য রাহুলের কাঁধে, ইংল্যান্ডের দরকার ছয় উইকেট। কী হবে ম্যাচের ফল, কে হাসবে শেষ হাসি!

লর্ডসে জমজমাট ভারত-ইংল্যান্ড মহারণ। ফলাফলের অপেক্ষায় থাকলো শেষ দিনটা। ভারতের ভাগ্য রাহুলের কাঁধে, ইংল্যান্ডের দরকার ছয় উইকেট। কী হবে ম্যাচের ফল, কে হাসবে শেষ হাসি!

একটা চাপা উত্তেজনা নিয়ে শুরু হয়েছিল চতুর্থ দিনের সকাল। ভারতকে টার্গেট ছুড়ে যাওয়ার মিশনে ছিলেন যথারীতি ডাকেট এবং ক্রলি। তবে মোহাম্মদ সিরাজ হলেন পথের কাঁটা। ডাকেটকে ফিরিয়ে দিয়ে করলেন বুনো উল্লাস।

ইংল্যান্ডকে পরের ধাক্কাটাও দিলেন ভারতের মিয়াভাই খ্যাত সিরাজ। এবার ফেরালেন ওলি পোপকে। আরেক ওপেনার জ্যাক ক্রলি যখন নীতীশের শিকার হয়ে সাজঘরে ফিরলেন, ইংলিশদের সংগ্রহ তখন ৩ উইকেট হারিয়ে ৫০ রান।

ভারতের দুশ্চিন্তা তখনও ছিল, ক্রিজে ছিলেন জো রুট, সাথে ইনফর্ম হ্যারি ব্রুক। ভারতের বোলিংয়ের সামনে বেশিক্ষণ অবশ্য টিকে থাকতে পারেননি, ৮৭ রানের মাথায় ব্রুককে ফেরান আকাশ দীপ। ভারতের সম্ভাবনার আগুনটা জ্বলে উঠতে থাকে ধীরে ধীরে।

গলার কাঁটা তখনও জো রুট এবং কাপ্তান বেন স্টোকস। তবে ১৫৪ রানে রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের আশার পালে শেষ পেরেকটি ঠুকে দেন ওয়াশিংটন সুন্দর! এরপর ভারতীয় বোলারদের দক্ষতায় আশা যাওয়ার মিছিলে শেষে ১৯২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ওয়াশিংটন সুন্দর ঝুলিতে তখন গুরুত্বপূর্ণ চার উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আর্চারের গতির সামনে জয়সওয়ালের অসহায় আর্তনাদ। দলের রান তখন মোটে পাঁচ। সমস্ত আলো তখন রাহুল আর নায়ারের দিকে।

তবে ব্যর্থতার ভারে সব আলো নিভিয়ে দলীয় ৪১ রানের মাথায় সাজঘরে ফেরেন নায়ার। ১২ রানের ব্যবধানে শুভমান গিল ফিরে গেলে জমে উঠে দুই দলের লড়াই।

শেষ মুহূর্তে নাইটওয়াচম্যান আকাশ দীপকে বেন স্টোকস ফিরিয়ে দিলে ৫৮ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করে ইন্ডিয়া। দুই দলের সম্ভাবনা এখন সমান সমান। শেষ দিনের প্রথম সেশনটাই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। ভারত যেখানে চেয়ে থাকবে রাহুলের ব্যাটিংয়ের দিকে, আর ইংল্যান্ডের ভরসা তাদের পেস ইউনিটের উপর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link