ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের ইনজুরি। নিউজিল্যান্ড ম্যাচে বাম পায়ের উরুতে আঘাত পেয়েছিলেন সাকিব, সেই চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি। হাঁটা চলায় তেমন সমস্যা না হলেও দৌড়াতে গেলে অস্বস্তি বোধ করেন তিনি।
আগামীকালের ম্যাচ এই তারকা খেলবেন কি না সেটা এখনো তাই নিশ্চিত নয়, ম্যাচের আগে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজম্যান্ট। তবে টাইগার অধিনায়কের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে মাথা ঘামাতে চান না ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।
তিনি বলেন, ‘আমরা জানি সে (সাকিব) ভাল ক্রিকেটার; বাংলাদেশের হয়ে দারুণ করছে। সে ব্যাটসম্যান হিসেবে পুরোপুরি স্পেশালিষ্ট, আবার পাওয়ার প্লেতেও দুর্দান্ত বোলিং করতে পারে। সবমিলিয়ে সে বিশ্বমানের প্রতিপক্ষ, আপনাকে এতটুকু স্বীকৃতি দিতেই হবে। কিন্তু আমাদের জন্য এগুলো ভাবনার বিষয় না।’
তাহলে কোনটি টিম ইন্ডিয়ার ভাবনার বিষয়, বাংলাদেশের বিপক্ষে খেলার আগে কি নিয়েই বা পরিকল্পনা করছে রোহিত শর্মার দল – এমন প্রশ্নের মুখে এই কোচ উত্তর দেন যে, ‘আমাদের জন্য ওই দিন কি করতে পারি এটাই গুরুত্বপূর্ণ; পরিকল্পনা এবং প্রয়োগে কতটুকু মিল থাকে সেটাও দেখতে হবে। তাই আমি মনে করি সবকিছু যার যার দলের দৃষ্টিভঙ্গি, কে কিভাবে ভাবে।’
তিনি আরো যোগ করেন, ‘আমার বিশ্বাস আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো মাঠে কাজে লাগাতে পারি তাহলে আমরা ভাল করতে যাচ্ছি। আপাতত পুরো দলের মনোযোগ সেদিকেই।’
স্বাগতিকরা সাকিবকে নিয়ে নাই ভাবতে পারে, বাংলাদেশের জন্য কিন্তু তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনা। ২০০৭ সালের পুনরাবৃত্তি করতে চাইলে পুনেতে সেরা ছন্দের সাকিবকেই প্রয়োজন টাইগারদের। বিশ্বসেরা অলরাউন্ডার প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারলে বিরাট কোহলিদের হারানো কঠিন হবে না।