জেমিসন-সাউদির দাপটে চরম ব্যাটিং বিপর্যয়ের পর শ্রেয়াস আইয়ার ও ঋদ্ধিমান সাহার জোড়া ফিফটিতে কানপুর টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ২৩৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। ২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনশেষে ১ উইকেট হারিয়ে ৪ রান করেছে নিউজিল্যান্ড।
১ উইকেটে ১৪ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সাউদি ও জেমিসনের তোপে মাত্র ৫১ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মায়াঙ্ক আগারওয়াল ১৭ ও পুজারা ২২ করলেও জাদেজা, রাহানেরা ফিরেন দ্রুতই। দলের বিপর্যয়ে আবারো ঢাল হয়ে দাঁড়ান আগের ইনিংসে সেঞ্চুরি করা অভিষিক্ত শ্রেয়াস আইয়ার।
খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ষষ্ঠ উইকেটে দু’জনে মিলে গড়েন ৫২ রানের জুটি। এরপর দারুনভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর পর দলীয় ১০৩ রানে ব্যক্তিগত ৩২ রানে জেমিসনের বলে বোল্ড হয়ে ফিরেন অশ্বিন।
সেখান থেকে ঋদ্ধিমান সাহাকে নিয়ে আবার ভীত গড়েন আইয়ার। একপ্রান্তে অসাধারণ ব্যাট করে আইয়ার তুলে নেন দারুন এক ফিফটি। দলীয় ১৬৭ রানে ব্যক্তিগত ৬৫ রান করে টিম সাউদির শিকার হয়ে আইয়ার ফিরলে সপ্তম উইকেটের পতন ঘটে।
এরপর সাহা ও অক্ষর প্যাটেলের ব্যাটে বাকিটা সময় নিউজিল্যান্ডের বোলারদের পাত্তাই দেয়নি ভারত। অষ্টম উইকেটে দু’জনের ৬৭ রানের জুটি দলকে শক্ত ভীত গড়ে দেয়। চার বছর পর টেস্টে ফিফটির দেখা পান সাহা।
সাহার অপরাজিত ৬১ ও অক্ষরের ২৮ রানে ভর করে ৭ উইকেটে ২৩৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ডের পক্ষে জেমিসন ও সাউদি নেন ৩ টি করে উইকেট।
২৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইল ইয়ঙকে তুলে নেন অশ্বিন। দিনশেষে ১ উইকেটে ৪ রান সংগ্রহ করে ব্ল্যাকক্যাপসরা। শেষদিনে ভারতের প্রয়োজন ৯ উইকেট, অপরদিকে নিউজিল্যান্ডের প্রয়োজন ২৮০ রান।
- সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত (প্রথম ইনিংস) – ৩৪৫/১০ (১৪২.৩ ওভার); আইয়ার ১০৫ (১৭১), শুভমান গিল ৫২ (৯৩), জাদেজা ৫০ (১১২) ; সাউদি ২৭.৪-৬-৬৯-৫, জেমিসন ২৩.২-৬-৯১-৩, এজাজ প্যাটেল ২৯.১-৭-৯০-২।
ও দ্বিতীয় ইনিংস – ২৩৪/৭ (ডিক্লে) (৮১ ওভার); আইয়ার ৬৫ (১২৫), সাহা ৬১ (১২৬),* অশ্বিন ৩২ (৬২) ; জেমিসন ১৭-৬-৪০-৩, সাউদি ২২-২-৭৫-৩।
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) – ২৯৬/১০ (১১১.১ ওভার); উইল ইয়ঙ ৮৯ (২১৪), টম ল্যাথাম ৯৫ (২৮২), জেমিসন ২৩(৭৫), উইলিয়ামসন ১৮ (৬৪); অক্ষর ৩৪-৬-৬২-৫, অশ্বিন ৪২.৩-১০-৮২-৩, উমেশ ১৮-৩-৫০-১।
ও দ্বিতীয় ইনিংস – ৪/১ (৪ ওভার); ল্যাথাম ২(১৩)*; অশ্বিন ২-০-৬-১।