হারের পর বড় জরিমানা ভারতের

ম্যাচ হারের যন্ত্রনা তো আছেই, এবার আর্থিক ক্ষতিও হল বাংলাদেশে খেলতে আসা ভারতীয় ক্রিকেট দলের। স্লো-ওভার রেটের কারণে জরিমানাও গুণতে হল তাঁদের। রোহিত শর্মার দলের ম্যাচ ফি’র ৮০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে মাত্র ১৮৭ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। পরে বোলিং করা ভারত নির্ধারিত সময়ে তাঁরা ৪ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সেই হিসেবে ভারতের ক্রিকেটাররা হারিয়েছেন ম্যাচ ফি’র ৮০ শতাংশ। হারের ঘা এখনও দগদগে। সেখানে আইসিসির দেওয়া নতুন এই শাস্তির সিদ্ধান্ত অনেকটা নুনের ছিটার মতই মনে হতে পারে সফরকারী ভারতের।

মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেলের অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন আইসিসি ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। তাঁর ধার্য্য করা এই সাজা ভারতীয় দল মেনে নিয়েছে। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেল রবিবার এক উইকেটে হারে ভারত। মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান শেষ উইকেট জুটিতে অপরাজিত ৫১ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। ২৪ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ দল।

সিরিজে এখন বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বুধবার। সেখানে বাংলাদেশ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়ার সুযোগ পাবে। তবে, ভারত জিতলেই সিরিজ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হবে চট্টগ্রামের। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ওই বন্দরনগরীতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link