এক পেসার কম ভারতের!

চলতি মাসেই পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এদিকে সব দলই নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। তবে ভারতের স্কোয়াড নিয়ে কিছুটা চিন্তিত সাবেক বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাচক মানাভা শ্রীকান্ত প্রসাদ। মূলত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হার্দিক পান্ডিয়ার বোলিং না করা নিয়েই তিনি বেশ চিন্তিত।

এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘এটা খুব ভালো একটা স্কোয়াড কিন্তু আমি যেটা মনে করি এখানে একজন পেসার কম আছে। কারণ আমরা বেশিরভাগ ম্যাচই খেলবো দুবাই এবং আবুধাবিতে। তাই, আরো একজন অতিরিক্ত পেসার রাখতে পারলে ভালো হতো। আমরা যদি শারজাহতে বেশি ম্যাচ খেলতাম তাহলে ঠিক ছিলো। যেহেতু হার্দিক বল করছে না তাই আরো একজন পেসার প্রয়োজন ছিল। আমি মনে করি এটা দলের জন্য একটা চিন্তার বিষয়।’

বিরাট কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ভারত। ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। শারজাহর উইকেটে স্পিনাররা সুবিধা পেলেও দুবাই এবং আবুধাবিতে পেসাররা সুবিধা পাচ্ছে চলতি আইপিএলে।

বরোদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চলতি আইপিএলে আরব আমিরাতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং করছেন না। যদিও ফ্র‍্যাঞ্চাইজি থেকে বলা হয়েছে বিশ্বকাপের কথা মাথায় রেখেই এখন তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে প্রসাদ বলেন, ‘দেখুন হার্দিককে একজন অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে, ব্যাটসম্যান হিসেবে নয়। তাঁকে অলরাউন্ডার হিসেবেই দেখা উচিত। যে দলের মধ্যে ব্যালেন্স করতে পারবে। এটা বেশ আশ্চর্যজনক অথবা আমি জানি না তাঁকে কি বোলিং করতে নিষেধ করা হয়েছে কিনা বা সে বিশ্বকাপেই শুধু বোলিং করবে এমন কোনো কথা হয়েছে কিনা। আমরা সেটা জানি না কিন্তু সত্যিকার অর্থে হার্দিককে একজন অলরাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছে। আমি তাঁকে বোলিংয়ে দেখলেই বরং খুশি হবো।’

তিনি আরো বলেন, ‘আমি জানি না তাঁকে নিয়ে কি চিন্তা চলছে, এটা নির্বাচক অথবা বোর্ড কর্তৃপক্ষরা ভালো জানে। কিন্তু যদি হার্দিক বোলিং না করে তাহলে দলে ব্যালেন্স করাটা সমস্যা হবে।’

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে ভারতের হয়ে ৬ টেস্ট ও ১৭ ওয়ানডে খেলা প্রসাদ বলেন, ‘তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করার পর যেটা আমরা দেখছি তার ব্যক্তিগত পারফরম্যান্সেও কিছুটা প্রভাব পড়েছে। আমি মনে করি এটা বেশ ভালো সিদ্ধান্ত হয়েছে। আমরা এমন একজনকে দেখতে চাই যে এক দশকের মাঝে ৭০ সেঞ্চুরি করতে পারে। আমরা সেই বিরাটকে দেখতে চাই। টি-টোয়েন্টি অধিনায়কত্ব যদি তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলে থাকে তাহলে এটি সঠিক সিদ্ধান্ত।’

যুজভেন্দ্র চাহালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে না রাখার প্রশ্নে সাবেক এই প্রধান নির্বাচক জানান, হয়তো তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনাতেই তাঁকে রাখেননি নির্বাচকরা।

তিনি বলেন,  ‘সম্ভবত তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নির্বাচকরা এমন সিদ্ধান্ত নিয়েছে। শেষ কয়েক সিরিজে তাকে সেরা ছন্দে দেখা যায়নি সেটা একটা কারণ হতে পারে। অবশ্য এখন আইপিএলে সেটি তিনি আবার ফিরে পেয়েছেন। এখন এটা বেশ কঠিন সিদ্ধান্ত। তবে সে টি-টোয়েন্টিতে আমাদের সেরা বোলার, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি ভারতের হয়ে।’

  • ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), ঋষাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, সূর্যকুমার যাদব ও ইশান কিষাণ।

স্ট্যান্ড বাই: শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দীপক চাহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link