অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে ভারত জুড়ে এখনও উৎসব চলছে। রাহানে থেকে শার্দুল, ঋষভ পন্থ থেকে থেকে সিরাজের পরিবারে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ অব্যাহত রয়েছে এখনো। এর মাঝেই ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে বড় তথ্য ফাঁস করেছেন দলটির ফিল্ডিং কোচ শ্রীধর।
অশ্বিনের সঙ্গে ইউটিউবে এক সাক্ষাৎকারে শ্রীধর জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সাথে সফরের আগে লড়াইয়ে নেমেছিলেন কোচ রবি শাস্ত্রী; বোর্ডকে হুমকি দিয়েছিলেন অস্ট্রেলিয়া সফর বয়কট করার।
ভারতীয় দলের ফিল্ডিং কোচ জানান, ‘দলের সাত ক্রিকেটারের পরিবার সহ অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। তাঁরা দুবাইয়ে চলেও এসেছিলেন পরিবার নিয়ে। কিন্ত শেষ মুহূর্তে পরিবার সহ অস্ট্রেলিয়া যাওয়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ভারতের ফিল্ডিং কোচ জানিয়েছেন পরিবার ইস্যুতে তখনই লড়াইয়ে নামেন রবি শাস্ত্রী৷’
শ্রীধর বলেন, ‘যখন আমরা দুবাইতে কোয়ারেন্টাইনে ছিলাম তখন অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ৪৮ ঘণ্টা বাকি। তখন জানা যায় অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে যাওয়া যাবে না। এই ৪৮ ঘণ্টায় দুবাই, ভারত এবং অস্ট্রেলিয়ায় কথা হতে থাকে। পরিবারকে নিয়ে যাওয়ার বিষয়ে একমতে পৌঁছানো যাচ্ছিল না। বলা হয়েছিল অস্ট্রেলিয়া সরকার এই নিয়ে খুব কঠিন মনোভাব নিয়ে রয়েছে। দলের সাতজন ক্রিকেটারের সাথে পরিবার ছিলেন। এরপর তাঁরা রবি শাস্ত্রীকে নিজেদের দলে নেন। এরপর জুমে বৈঠক হয়। তিনি বিসিসিআইকে পরিষ্কার জানিয়ে দেন যে যদি পরিবার নিয়ে যাওয়ার অনুমতি না পাওয়া যায় তাহলে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না।’
রবি শাস্ত্রী আরও বলেন, তিনি ৪০ বছর ধরে অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁর চেয়ে ভালো অস্ট্রেলিয়ানদের কেউ চেনে না। এরপরই বোর্ড পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অনুমতি দেয় ক্রিকেটারদের। রাতভর চেষ্টার পর অস্ট্রেলিয়া সরকারের অনুমতি জোগাড় করে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘ওই খবরটা আমার স্ত্রীকে জানাই। মজার ছলে ও বলে, ঠিক আছে। আমি তাহলে অন্য কাউকে দেখে নেব। ছয় মাস আমরা একে অপরকে দেখিনি। তখন মাত্রই মেয়েদের সঙ্গে দুবাই এসেছে ও। ওদের জড়িয়ে ধরে ওঠার আগেই জানতে পারি যে পরিবারকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।’
শেষ পর্যন্ত ভারতীয় দলের ক্রিকেটাররা পরিবার নিয়েই অজি সফরে গিয়েছিলেন। সফরে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জিতে দেশে ফেরেন রাহানে, অশ্বিন, সিরাজরা।