প্রথম দল হিসেবে এক হাজার তম ওয়ানডের মাইলফলক স্পর্শ করার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েয়ে। প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে স্বাগতিক ভারত সিরিজে এগিয়ে গেল দারুণ ভাবে।
মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৩ রানেই মোহাম্মদ সিরাজের দুর্দান্ত ইনস্যুইংয়ে বোল্ড হয়ে ফিরেন শাই হোপ। এরপর প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে ড্যারেন ব্রাভোর সাথে ৩১ রান যোগ করেন ব্রেন্ডন কিং। এরপর এক ওভারেই দুই উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। দলীয় ১২তম ওভারে ব্রেন্ডন কিং ও ব্রাভোকে ফিরিয়ে ডাবল উইকেট শিকার করেন সুন্দর।
চতুর্থ উইকেটে ২৬ রান যোগ করতেই ২০ তম ওভারে যুজবেন্দ্র চাহালের পর পর দুই বলে আউট নিকোলাস পুরান ও কায়রন পোলার্ড! ৭১ রানেই দলের ৫ ব্যাটার তখন প্যাভিলিয়নে। এরপর দলীয় ৭৮ রানে শামরাহ ব্রুকসকে নিজের তৃতীয় শিকার বানান চাহাল।
পরের ওভারেই প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত ডেলিভারিতে আকিল হোসেন আউট হলে মাত্র ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা। অষ্টম উইকেটে ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে নতুন করে শুরু করেন জেসন হোল্ডার। দলকে টেনে তুলে খাদের কিনারা থেকে। হোল্ডারের ফিফটিতে অষ্টম উইকেটে আছে ৭৮ রান!
ম্যাচে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখালেও দলীয় ১৫৭ রানে ফেবিয়ান ২৯ রানে ফিরলে ১৯ রানেই বাকি দুই উইকেট হারিয়ে মাত্র ১৭৬ রানে গুড়িয়ে যায় সফরকারীরা। হোল্ডার ফিরেন ৭১ বলে ৫৭ রানে।
মাত্র ১৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ওপেনিংয়ে ব্যাট হাতে ঝড় তুলেন রোহিত শর্মা। প্রথম উইকেট জুটিতেই রোহিত ও ইশান কিষাণ মিলে গড়েন ৮৪ রানের জুটি। এরপর আলজারি জোসেফের বলে ব্যক্তিগত ৫১ বলে ৬০ রানে ফিরেন রোহিত।
জোসেফের আঘাতে দ্রুতই ফিরেন বিরাট কোহলিও। করেন মাত্র ৮ রান। এরপর অল্প রানের ব্যবধানে পর পর দুই ওভারে আউট ইশান ও ঋষাভ পান্ত। ১১৬ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। তবে এরপর সুরিয়াকুমার যাদব ও অভিষিক্ত দিপক হুডার ৬২ রানের অনবদ্য জুটিতে ২২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
- সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ – ১৭৬/১০ (৪৩.৫ ওভার); হোল্ডার ৫৭(৭১), অ্যালেন ২৯(৪৩), পুরান ১৮(২৫), ব্রাভো ১৮(৩৪); চাহাল ৯.৫-০-৪৯-৪, সুন্দর ৯-১-৩০-৩, প্রসিদ ১০-০-২৯-২।
ভারত – ১৭৮/৪ (২৮ ওভার); রোহিত ৬০(৫১), সুরিয়াকুমার ৩৪(৩৬)*, ইশান কিষাণ ২৮(৩৬), দিপক হুডা ২৬(৩২)*; জোসেফ ৭-০-৪৫-২, আকিল ৯-০-৪৬-১।
ফলাফল: ভারত ৬ উইকেটে জয়ী।