বাংলাদেশি আম্পায়ারও পাবে না ভারত

ভারত সফর ও নিরাপত্তা ইস্যুতে আগের অবস্থানেই অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে বাংলাদেশি আম্পায়ার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিসিবি সূত্র জানিয়েছে, জাতীয় দলের বিশ্বকাপ খেলতে ভারত সফর বাতিলের সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই বিসিবি এই সিদ্ধান্তে পৌঁছেছে। তবে, আইসিসির এলিট প্যানেলের সদস্য আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন না। তাঁর দায়িত্ব ও নিয়োগ সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ারভুক্ত।

এদিকে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার বন্ধের ঘোষণা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নীতিগত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। এর ফলে পাকিস্তানের পর বাংলাদেশই দ্বিতীয় দেশ, যেখানে আইপিএল সম্প্রচার বন্ধের নজির দেখা গেল।

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির অবস্থান আরও এক ধাপ এগিয়ে গেছে বলে জানা যাচ্ছে। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ স্পষ্টভাবে ভারতীয় মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে।

আইসিসি চেয়ারম্যান জে শাহর নেতৃত্বেই এই পুনর্বিন্যাসের কাজ এগোচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এমনকি বাংলাদেশের এই সিদ্ধান্তের জের ধরে পুরো বিশ্বকাপের সূচিই ওলট পালট হতে পারে।

বিসিবির ঘনিষ্ঠ মহল বলছে, এটি কোনো অনুরোধ নয়—বরং একটি শক্ত ও নীতিগত সিদ্ধান্ত। বাংলাদেশের এই অবস্থানের পর বৈশ্বিক ক্রিকেট সংস্থাকে টুর্নামেন্ট পরিকল্পনায় পরিবর্তন আনতে হওয়াটাই বোঝায়, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান কতটা গুরুত্ব পাচ্ছে।

সবকিছু মিলিয়ে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এই অবস্থান শেষ পর্যন্ত কী প্রভাব ফেলবে আন্তর্জাতিক ক্রিকেটে, সেদিকেই এখন সবার নজর।

Share via
Copy link