ভারতের এই একাদশটি এশিয়া কাপে নেই

ভারতের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে সুযোগ না পাওয়া অনেক খেলোয়াড়কে নিয়ে চলছে আলোচনা। এমন অনেকেই আছেন যাদের যোগ্যতা ছিল স্কোয়াডে জায়গা পাওয়ার। তবে ভাগ্যের নির্মমতায় সেই সব সুযোগ না পাওয়া খেলোয়াড়দের নিয়েই আজকের একাদশ।

ভারতের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে সুযোগ না পাওয়া অনেক খেলোয়াড়কে নিয়ে চলছে আলোচনা। এমন অনেকেই আছেন যাদের যোগ্যতা ছিল স্কোয়াডে জায়গা পাওয়ার। তবে ভাগ্যের নির্মমতায় সেই সব সুযোগ না পাওয়া খেলোয়াড়দের নিয়েই আজকের একাদশ।

ওপেনার হিসেবে প্রথম আসনটা যশস্বী জয়সওয়ালের। যদিও স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি। এ বছরে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৪ ম্যাচে ৪৩ গড়ে করেছেন ৫৫৯ রান। ছয় ফিফটির সাথে যার স্ট্রাইক রেট ছিল ১৬০-এর কাছাকাছি। শুধু তাই নয় অন্যান্য ফরম্যাটেও ব্যাট হাতে বেশ ছন্দে রয়েছেন তিনি। তবে ওপেনিং পজিশনে জায়গার অভাবে সুযোগ পাননি এশিয়া কাপে।

তাঁর সাথে ওপেনিংয়ে থাকবেন সাই সুদর্শন। ২০২৫ আইপিএলের সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ৫৪.২১ গড়ের সাথে আসর জুড়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫৬.১৭। দ্রুত রান তোলার পাশাপাশি পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে বেশ পারদর্শী এই ব্যাটার।

তিন নম্বরে লোকেশ রাহুল। সক্ষমতা আর সৌন্দর্যের মিশেলে ব্যাট হাতে ধারাবাহিকতা—সবকিছুই আছে তাঁর কাছে। আইপিএলেও করেছিলেন ৫৩৯ রান, এছাড়া ওয়ানডে এবং টেস্টে নিজের সেরা সময় পার করছেন। তবুও টি-টোয়েন্টির পরিকল্পনা থেকে তাঁকে ছেঁটে ফেলেছে নির্বাচকরা।

পরের নামটা শ্রেয়াস আইয়ার, এই একাদশে তিনি থাকবেন অধিনায়কের ভূমিকায়। এশিয়া কাপের দলে তাঁর সুযোগ না পাওয়াটা বোধহয় সবচেয়ে বেশি অবাক করেছে। ২০২৫-এর আইপিএলে ৬০৪ রান করে পাঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন। ৫০ গড়ের সাথে আসরজুড়ে স্ট্রাইক রেট ছিল ১৭৫। সর্বোচ্চ রান সংগ্রাহকের ১০ জনের তালিকার মধ্যে যা ছিল সর্বোচ্চ। তবুও ভাগ্য যেন তাঁর থেকে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে।

অলরাউন্ডার হিসেবে দলে থাকবেন নিতিশ কুমার রেড্ডি। কিছুদিন আগেও ভারতের টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় ছিলেন। আইপিএলেও বেশ ভালো করেছেন। তাঁর সবচেয়ে বড় এক্স-ফ্যাক্টর তিনি পেস বোলিং অলরাউন্ডার।

অলরাউন্ডার আর ফিনিশারের ভূমিকায় আরও থাকছেন  রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর। দুজনেই স্ট্যান্ডবাই তালিকায় আছেন এশিয়া কাপের স্কোয়াডে।

সেই সাথে বল হাতে পেস ইউনিটে মোহাম্মদ সিরাজের সাথে প্রসিদ্ধ কৃষ্ণা আর স্পিনে যুজবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোই। একাদশের ব্যাকআপ হিসেবে রাখা যেতে পারে মোহাম্মদ শামি এবং ক্রুণাল পান্ডিয়াকে।

সব মিলিয়ে এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়া একাদশ দাঁড়াচ্ছে— যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার(অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, রবি বিষ্ণোই এবং যুজবেন্দ্র চাহাল।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link