প্রথম টেস্ট হারের পর এজবাস্টনে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ‘হোম অব ক্রিকেটে’ ইংল্যান্ডের মোকাবিলা করতে নামবে তারা। এই ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে যাচ্ছে!
দ্বিতীয় টেস্টে বিশ্রানে থাকা বুমরাহর এই ম্যাচে ফেরা একপ্রকার নিশ্চিত। তাই তো একাদশে তাঁকে জায়গা করে দিতে হবে কাউকে। এজবাস্টনে বুমরাহর জায়গায় সুযোগ পাওয়া আকাশ দীপ ১০ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হয়েছিলেন। তাই তো দলে তাঁর জায়গাটা পাকাপোক্তই।
মোহাম্মদ সিরাজও দারুণ ছন্দে রয়েছেন। তাই তো গুরুত্বপূর্ণ এই টেস্টে সিরাজের অভিজ্ঞতা ও আগ্রাসী বোলিং লর্ডসের জন্য দরকার হতে পারে। বাকি থাকলো কেবল প্রসিধ কৃষ্ণ।বল হাতে তাঁর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না —চার ইনিংসে মাত্র ৬ উইকেট, ইকোনমি ৫.৩৪। তাই সম্ভবত তাকেই জায়গা ছেড়ে দিতে হবে বুমরাহর জন্য।
অন্যদিকে করুণ নায়ার কি তৃতীয় ম্যাচে সুযোগটা পাবেন? দুই টেস্ট খেলে এখন পর্যন্ত ৭৭ রান করেছেন, গড় ১৯.২৫। যদিও এজবাস্টনে দুটো ইনিংসেই ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু বড় রানে রূপ দিতে পারেননি।
এমন পারফরম্যান্সের পর তাঁর বাদ পড়ার শঙ্কা থাকলেও, যেহেতু ভারত আগের ম্যাচে জয় পেয়েছে, তাই হয়তো আরেকটা সুযোগ দেওয়া হতে পারে তাঁকে।
গত ম্যাচে শার্দুল ঠাকুরের জায়গায় খেলতে নামা নিতীশ রেড্ডি হয়তো সুযোগ পাবেন না এই ম্যাচ খেলার। আগের ম্যাচে খুব একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারেননি তিনি। ছয় ওভার বল করে দিয়েছেন ২৯ রান।
আর ব্যাট হাতেও দুই ইনিংসেই ব্যর্থ, করেছেন মাত্র দুই। লর্ডসের পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। সুইং সহায়ক উইকেটে প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ হতে পারেন তিনি।
সবমিলিয়ে লর্ডস টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।