অজিদের রুখতে ভারতের সম্ভাব্য একাদশ!

ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনও তরতাজা। এবার ভারতের সামনে টি-টোয়েন্টিতে সেই শোধ তোলার অপেক্ষা। সুরিয়াকুমার যাদবের দলের সামনে নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়াকে রুখে দিতে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের একাদশ, চলুন দেখে নেওয়া যাক।

ওয়ানডে সিরিজ হারের ক্ষত এখনও তরতাজা। এবার ভারতের সামনে টি-টোয়েন্টিতে সেই শোধ তোলার অপেক্ষা। সুরিয়াকুমার যাদবের দলের সামনে নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়াকে রুখে দিতে প্রথম টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের একাদশ, চলুন দেখে নেওয়া যাক।

ওপেনিংয়ে অভিষেক শর্মার জায়গাটা পাকাপোক্ত। এশিয়া কাপেও দেখিয়েছেন নিজের ভয়ঙ্কর রূপ। তবে তাঁর সঙ্গে থাকবেন কে, সাঞ্জু স্যামসন ফিরবেন এই পজিশনে নাকি শুভমান গিলের উপরই আস্থা রাখবে ম্যানেজমেন্ট? প্রশ্নের উত্তরে গিলই এই পজিশনের সম্ভাব্য নাম।

তিন নম্বরে রয়েছে বড় প্রশ্নচিহ্ন। ফর্মে থাকা তিলক ভার্মা নাকি অফফর্মের সুরিয়াকুমার যাদবকে দেখা যাবে? এক্ষেত্রে ম্যানেজমেন্টের সমাধান মেলাতে পারে ডানহাতি-বামহাতি ব্যাটিং কম্বিনেশনে। যদি গিল দ্রুত ফিরে যান, তাঁর জায়গায় আসবেন সুরিয়া, আর অভিষেক ফিরলে সেখানে আসবেন তিলক—আপাতত এটাই বড় সমাধান।

মিডল অর্ডার সামলানো এবং উইকেটকিপারের ভূমিকায় থাকবেন সাঞ্জু স্যামসন। যদিও এই পজিশনে খুব একটা সাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। তবে ওই কম্বিনেশনের মারপ্যাচে নিজের জায়গা ছাড়তে হয়েছে তাঁকে।

অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল এবং শিভাম দুবে থাকছেন। অক্ষরের স্পিন দলের জন্য অপরিহার্য, সেই সঙ্গে শিভামের মিডিয়াম পেস এনে দেবে বাড়তি লাক্সারি।

পেস আক্রমণে ফিরছেন জাসপ্রিত বুমরাহ। তাঁর সঙ্গে থাকবেন বাঁহাতি আর্শদীপ সিং। এই জুটি নতুন বলে যেমন মারাত্মক, ডেথ ওভারেও সমান ভয়ঙ্কর। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে হর্ষিত রানাকে, ওয়ানডে সিরিজে ৬ উইকেটের ঝলকই তাঁর যোগ্যতার প্রমাণ রাখে।

স্পিন ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী নাকি কুলদ্বীপ যাদব—এই নিয়ে মধুর সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। তবে শেষটায় কুলদ্বীপকেই বেছে নেওয়া হতে পারে। সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি।

সবমিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশঃ অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভাম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link