এশিয়া কাপে ফেবারিট তকমা নিয়ে আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক আরব আমিরাতকে পাচ্ছে তারা। নিজেদের প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হতে পারে তা নিয়েই থাকছে আজকের আলোচনা।
শুরুতেই ওপেনিং পজিশন নিয়ে এক প্রকার মধুর সমস্যায় পড়তে হতে পারে টিম ম্যানেজমেন্টকে। অভিষেক শর্মার জায়গাটা নিয়ে দ্বিধা না থাকলে অন্য প্রান্তে তাঁর সঙ্গী কে হবেন তা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। এক্ষেত্রে কপাল পুড়বে সাঞ্জু স্যামসনের, শুভমান গিলকে নিয়েই ইনিংসের গোড়াপত্তন করবেন অভিষেক।
তিন নম্বরের দায়িত্ব থাকবে, ব্যাট হাতে নিজের সেরা সময় পার করা তিলক ভর্মার উপর। চার নম্বরে থাকবেন সুরিয়াকুমার যাদব। ভারতের এই ভয়ংকর টপ ফোরকে আটকাতে প্রতিপক্ষের বেশ কাঠখড় পোড়াতে হতে পারে।

অক্ষর প্যাটেলের হাতে থাকবে মিডল অর্ডারের গুরুদায়িত্ব। সেই সাথে বল হাতে তাঁর ভূমিকা নিয়ে কোন সংশয় নেই। আরেক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দলের প্রাণভোমরা। ফিনিশিং রোলে ব্যাবধান গড়ে দেওয়া থেকে শুরু করে, পেস বোলিংয়ে অধিনায়কের আস্থার নাম তো তিনিই।
যেহেতু সাঞ্জু স্যামসনের টপ অর্ডারে জায়গা হচ্ছে না, সেক্ষেত্রে উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন জিতেশ শর্মা। তবে সমস্যার জায়গাটা আট নম্বর পজিশন নিয়ে। একজন ব্যাটার বাড়িয়ে খেলতে হলে একজন বোলারকে সেক্রিফাইস করতে হবে টিম ইন্ডিয়াকে। সেক্ষেত্রে বোলিং লাইনআপ কিছুটা দুর্বল হয়ে যায়।
এ জায়গাটাতে ভারত বোলিং আক্রমণের দিকেই বেশি ঝুঁকবে। দুবাইয়ের কন্ডিশনে স্পিনারদের উপর ভারত বাজি ধরবে, এক্ষেত্রে কুলদীপ যাদব এবং বরুন চক্রবর্তী দুজনকেই দেখা যাবে একসাথে।

অন্যদিকে পেস আক্রমণের নেতা বরাবরের মতোই জসপ্রিত বুমরাহ। তবে প্রশ্নের জায়গাটা তাঁর সঙ্গী কে হবেন, আর্শদীপ সিং নাকি হর্ষিত রানা? নতুন বলে সুইং করানো আর অভিজ্ঞতার বিচারে আর্শদীপের উপরই ভরসা রাখতে পারে ম্যানেজমেন্ট।
সব মিলিয়ে ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে—অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভর্মা, সুরিয়াকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ এবং আর্শদীপ সিং।











