অজিদের বিপক্ষে ভারতের ‘প্রায় অনভিজ্ঞ’ একাদশ চূড়ান্ত

পার্থের সবুজ বাগিচাটা যে পেসারদের স্বর্গ হতে যাচ্ছে এটা ধারনা করতে নিশ্চয়ই বিশেষজ্ঞ হবার দরকার নেই। ইনজুরি তে স্কোয়াডের বাইরে মোহাম্মাদ শামিও। স্পিনারদের জন্য এই ধরনের পিচে তেমন কিছু একটা নেই, তবুও নাথান লিঁও এর সাথে টক্কর দিতে একজনকে তো দরকার। সেইজন্যই আলোচনায় টেস্ট ক্রিকেটে ৫৩৬ উইকেটের মালিক অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন।

সাম্প্রতিক ইতিহাস বলে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আধিপত্য ধরে রেখেছে ভারত। সর্বশেষ দুই সিরিজেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। টানা তিনবার অজিদের নাস্তানাবুদ করার সুযোগ তাদের সামনে।

তবে, পরিস্থিতি আপাতত ভারতের অনুকূলে নেই, ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে গেছে নিউজিল্যান্ড। রোহিত শর্মা, শুভমান গিল কে প্রথম টেস্টে পাচ্ছে না ভারত। পার্থের সবুজ বাগিচাটা যে পেসারদের স্বর্গ হতে যাচ্ছে এটা ধারনা করতে নিশ্চয়ই বিশেষজ্ঞ হবার দরকার নেই।

ইনজুরিতে স্কোয়াডের বাইরে মোহাম্মাদ শামিও। স্পিনারদের জন্য এই ধরনের পিচে তেমন কিছু একটা নেই, তবুও নাথান লিঁও এর সাথে টক্কর দিতে একজনকে তো দরকার। সেইজন্যই আলোচনায় টেস্ট ক্রিকেটে ৫৩৬ উইকেটের মালিক অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন।

এই মূহুর্তে একাদশ গড়াটাই যেন বিরাট চ্যালেঞ্জ ভারতের জন্য। তবে ধারনা করা হচ্ছে চার পেসার ও এক স্পিনারে দল সাজাবে ভারত। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপের সাথে যুক্ত হবেন পেস বোলিং অলরাউন্ডার হার্শিত রানা।

একমাত্র স্পিনার থাকবেন রবীচন্দ্রন অশ্বিন। কেননা, উসমান খাজা, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি- অস্ট্রেলিয়া এই তিনজন বাম হাতি ব্যাটার নিয়ে খেলতে নামবে। বাম হাতি ব্যাটারের বিরুদ্ধে অশ্বিন বরাবরই বেশ ভালো। এছাড়া শেষ দেখায়, স্টিভ স্মিথ কেও বেশ নাচিয়েছিলেন তিনি।

ভারতীয় স্কোয়াডে স্পিনার আছে আরও দুইজন – রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। তবে অস্ট্রেলিয়ায় ১০ টেস্টে ৩৯ উইকেট নেওয়া অশ্বিনে আপাতত ভরসা টিম ম্যানেজমেন্টের। যদিও এতদিন ব্যাটিংয়ে কিঞ্চিৎ এগিয়ে থাকায় জাদেজাই বেশি সুযোগ পেতেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে বাজিমাত করা ম্যানেজমেন্ট এবার ভরসা রাখছে অশ্বিনের উপরেই।

  • প্রথম টেস্টের জন্য ভারতের (সম্ভাব্য) একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলি, দেবদূত পাদ্দিকাল, ঋষাভ পান্ত (উইকেটরক্ষক) , ধ্রুব জুরেল, সরফরাজ খান, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), মোহম্মাদ সিরাজ, আকাশ দীপ, হার্শিত রানা।

Share via
Copy link