অতি মূল্যায়নে অতিমূল্য

১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২২, দিনটি টুকে রাখার মতো দিন। কেননা এই দুইদিন ধরে চলবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা অকশন। ভারত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ও আইপিএল গর্ভনিং কমিটি এই তথ্য সম্প্রতিই নিশ্চিত করেছে। ভারতের ব্যাঙ্গালুরুতে বসতে চলেছে সেই নিলাম। তবে এর আগেই হয় নিলামে ওঠা খেলোয়াদের তালিকা প্রস্তুত করে ফেলেছে আইপিএল কমিটি।

তাছাড়া ফ্রাঞ্চাইজি গুলোও হয়ত নিজেদের পছন্দের খসড়া তালিকা করে ফেলেছে। সেই দিক বিবেচনায় সবার হয়ত কিছু টার্গেটেড খেলোয়াড় থাকবে। যাদের কিনা দলগুলো যে কোন মূল্যে দলে ভেড়াতে চাইবে। সেই সাথে এমন অনেক ওভাররেটেড খেলোয়াড়ও নিশ্চিতরুপে বাগিয়ে নিতে পারে এক বিশাল অংকের অর্থচুক্তি। সেই তালিকায় সবার উপরে থাকছেন ক্রিস গেইল।

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের নামের পাশে রয়েছে ব্যাটিং রেকর্ডের এক বিশাল বড় তালিকা। এমন কিছু রেকর্ডও তিনি গড়ে গিয়েছেন যা হয়ত নিকট ভবিষ্যতে টপকানোও যাবে না। আইপিএলও তিনি মাতিয়েছেন তাঁর ব্যাটিং প্রদর্শন দিয়ে। তাছাড়া রেকর্ড তিনি গড়েছেন এই ফ্রাঞ্চাইজি লিগেও।

কিন্তু বয়সের ভারটা যে বহন করা কষ্ট হয়ে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের গেইলের পারফর্মেন্সই তা প্রমাণ করে। সেই দিক বিবেচনায় অনেকে হয়ত ভাবতে পারেন ক্রিস গেইল হয়ত খুব বেশি আকর্ষণ করতে পারবেন না ফ্রাঞ্চাইজি গুলোকে। কিন্তু এর বিপরীত চিত্রও ঘটতে পারে মেগা অকশনে। পূর্বে করা গেইলের চমকপ্রদ সব ব্যাটিং প্রদর্শন তাঁর সাথে এবারের নিলামে আবারো মোটা অংকের অর্থের মেলবন্ধন ঘটিয়ে দিতে পারে।

  • ইয়ন মরগান (ইংল্যান্ড)

ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়া দলনেতা ইয়ন মরগান আইপিএলের প্রেক্ষাপটে অতি মূল্যায়িত একজন খেলোয়াড়। যদিও তাঁর নেতৃত্ব ২০২১ আইপিএলের ফাইনাল অবধি উঠতে পেরেছিলো কোলকাতা নাইট রাইডার্স। কিন্তু ব্যাট হাতে মরগান ছিলেন একেবারেই নিষ্প্রভ। মাত্র ১৩৩ রান করেছেন তিনি ১৬টি ম্যাচ থেকে। তাঁর ব্যাটিং গড়ের অবস্থা যাচ্ছেতাই।

কেবলমাত্র ১১.০৮ গড় নিয়ে একজন খেলোয়াড়কে শুধুমাত্র অধিনায়ক কোটায় খেলানো বাস্তবসম্মত নয়। তবুও তাঁর সেই অধিনায়কত্বের সুখ্যাতিতে তাঁর জন্যে ভাল পরিমাণ অর্থ খরচে দ্বিধা করবে না বেশকিছু ফ্রাঞ্চাইজি। তাছাড়া যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে মরগানের একটা সুনাম রয়েছে, সেই দিকটা কাজে লাগিয়ে মার্কেটিং পলিসির অংশ হিসেবেও তাঁকে দলে ভেড়াবে কেউ কেউ।

  • দীনেশ কার্তিক (ভারত)

দীনেশ কার্তিক এই তালিকার তৃতীয় খেলোয়াড়। তাঁর অতি মূল্যায়ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রখর। অভিজ্ঞতা এখানে মুখ্য ভূমিকা পালন করতে পারে। কিন্তু বয়সে ভারে কার্তিকের আগের রুদ্রমূর্তি ম্লান হতে শুরু করেছে। গত আইপিএল মৌসুমে ১৫ ইনিংস ব্যাট করে কার্তিকের সংগ্রহ কেবল ২২৩ রান।

ছিলেন কলকাতা নাইট রাইডার্স ডেরায়। কিন্তু তাঁকে ছেড়ে দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। তবে তাঁর বিকল্প হিসেবে তরুণ খেলোয়াড়েদের দিকেও হয়ত নজড় থাকবে দশ ফ্রাঞ্চাইজির। তরুণদের মধ্যে ইশান কিশাণ, ঋষাভ পান্তরাও থাকছেন। কিন্তু দীনেশ কার্তিকের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর পুরোনো খ্যাতি বেশ প্রভাব ফেলবে নিলামঘরে।

  • ক্রুনাল পান্ডিয়া (ভারত)

আইপিএল বিবেচনায় ক্রুনাল পান্ডিয়া গুরুত্বপূর্ণ এক ফ্যাক্টর। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে এখনো মেলে ধরতে পারেননি তিনি। ক্রুনাল পান্ডিয়া একজন বা-হাতি অলরাউন্ডার। একটা আলাদা বিশেষত্ব রয়েছে তাঁর। তাছাড়া অভিজ্ঞতায়ও তিনি ভরপুর।

ক্যারিয়ারের একটা বড় সময় তিনি কাটিয়েছেন আইপিএলের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। সেই দিক থেকে চিন্তা করলে বড় দল ও সফল দলের মানসিকতা নিজের মধ্যে ধারণ করে ক্রুনাল পান্ডিয়া। নবাগত দুই ফ্রাঞ্চাইজি হয়ত এই মানসিকতার বিস্তার ঘটাতে ক্রুনালকে দলে ভেড়াতে অর্থ খরচে কার্পণ্য করবে না। তাতে একজন ওভাররেটেড খেলোয়াড় হিসেবেই তিনি নিলামের হাতুড়ি তলে আসতে চলেছেন।

  • ডেভিড মালান (ইংল্যান্ড)

বর্তমান টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাংকিং এর শীর্ষস্থানটা দখলে রেখেছেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। দীর্ঘ প্রায় বছর খানেক ধরেই এই স্থানটি রয়েছে তাঁর দখলে। বহু প্রত্যাশা নিয়েই মালান খেলতে চলেছেন আইপিএল ২০২২ আসরে। তবে নিলামের অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে।

টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারকে নিশ্চয়ই কোন ফ্রাঞ্চাইজি হাত ছাড়া করতে চাইবে না। তাতে করে লাভটা ঘটবে মালানেরই। অর্থের কমতি হবে না চাহিদার বৃদ্ধির সাথে। তবে উপমহাদেশের প্রেক্ষাপটে ডেভিড মালান একজন অতি মূল্যায়িত হওয়া খেলোয়াড় হিসেবেই নিলামে উঠবেন আগামী মাসে। কেননা এই উপমহাদেশে মালানের পারফর্মেন্স তেমন স্বস্তিদায়ক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link