ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই এক ঝাঁক নতুন খেলোয়াড়। এই মৌসুমে আত্মপ্রকাশ করতে পারে এমন কয়েকজন খেলোয়াড়দের নিয়ে আজকের আয়োজন। যারা আঘাত হানতে পারে বিপক্ষ দলের দুর্গে।
- রাচিন রবীন্দ্র (চেন্নাই সুপার কিংস)
ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের এই ক্রিকেটার খেলবেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর হয়ে। সর্বশেষ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটে ৫৭৮ রান করেন রাচিন।
গত বছরের ডিসেম্বের সিএসকে তাঁকে চুক্তিবদ্ধ করেছিল ১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপিতে। তবে তখন তাঁর খেলার ব্যাপারটি ছিল অনিশ্চিত। এ বছর সেই আশঙ্কা নেই। ২৪ বছর বয়সী তরুণ বাঁ-হাতি দ্রুত স্পিন বল করতে পারেন। যা সিএসকে-এর বোলিং আক্রমণকে শক্তিশালী করতে পারে।
- সামির রিজভি (চেন্নাই সুপার কিংস)
চেন্নাই সুপার কিংস (সিএসকে) সাধারণত আনক্যাপড খেলোয়াড়দের উপর ঝাঁপিয়ে পড়ে না। তবে ২০ বছর বয়সী সমীরের আধিপত্য রয়েছে স্পিন বোলিং এ। তাঁর জন্য সিএসকে খরচ করেছে ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রুপী। দেরাদুনে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি খেলায় ৪৬ বলে করেন অপরাজিত ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস।
ইউপি টি-টোয়েন্টি খেলায় সর্বাধিক ছক্কা হাঁকান সামির। আর তারপরেই নির্বাচকদের নজরে আসেন তিনি। অতি সম্প্রতি সিকে নাইডু ট্রফিতে ইউইপি’র হয়ে এক ম্যাচেই করেন তিন শতাধিক রান। সামির, যিনি ডানহাতি সুরেশ রায়না হিসেবে পরিচিত, এই মৌসুমে আইপিএলে অভিষেক করতে পারেন।
- জেরাল্ড কোয়েৎজি (মুম্বাই ইন্ডিয়ান্স)
অতীতে ছিলেন রাজস্থান রয়্যালসের বদলি খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের পছন্দের তালিকার শীর্ষে থাকতে পারেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপে বল করেন ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। আইপিএল – এ গতির ঝড় তুলতে অপেক্ষায় আছেন জেরাল্ড।
- নুয়ান থুশারা (মুম্বাই ইন্ডিয়ান্স)
লাসিথ মালিঙ্গার স্লিঙ্গিং অ্যাকাশন সবার পরিচিত। এখন, মুম্বাইয়ের নীল ও সোনালী রঙে দোলা দেয়ার সময় এসেছে আরেক শ্রীলঙ্কান স্লিংগারের। ২৯ বছর বয়সী থুশারা এর আগে কখনো আইপিএলে খেলেননি।
সম্প্রতি বাংলাদেশ- শ্রীলঙ্কার সিরিজে পাঁচ উইকেটের সাথে হ্যাটট্রিকও তুলে নেন লঙ্কান এই পেসার। সেই পারফরমেন্সই থুশারাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে আইপিএল-এ।
- আজমতুল্লাহ ওমরজাই (গুজরাট টাইটান্স)
এবার গুজরাট টাইটান্সে হার্দিক পান্ডিয়া নেই। তবে তাদের আছে আফগানিস্তানের হার্দিক পান্ডিয়া, আজমতুল্লাহ ওমরজাই। ওডিআই বিশ্বকাপে ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকার তার সুইং দেখে মুগ্ধ হয়েছিলেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা ১৪৯ রানের দানবীয় এক ইনিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ মাতিয়ে এবার আসছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
- স্পেন্সার জনসন (গুজরাট টাইটান্স)
স্পেন্সার, কে? প্রায় দুই বছর আগে তার কোনো পেশাদার চুক্তিই ছিল না। তবে ২০২৩ সালে তিনি ১০ কোটি ভারতীয় রুপির চুক্তিতে গুজরাট টাইটান্সের সাথে আবদ্ধ হন। ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতির সাথে অতিরিক্ত বাউন্সও দিতে পারেন জনসন।
- কুমার কুশাগ্র (দিল্লি ক্যাপিটালস)
ঝাড়খন্ডের একজন হার্ড-হিটিং উইকেটরক্ষক, কুমার কুশাগ্র। চেন্নাই সুপার কিংস ,গুজরাট টাইটান্স আর দিল্লী ক্যাপিটালস তাঁকে পেতে বেশ যুদ্ধই করেছে। ১৯ বছর বয়সী কুশাগরা দিল্লীর উইকেট রক্ষণের দায়িত্ব পেতে পারেন।