নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো রিটেনশন লিস্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য প্রতিটি দল বেছে নিয়েছে গত আসরের পছন্দের খেলোয়াড়দের, বাকিদের ছেড়ে দিয়েছে মেগা নিলামের জন্য। প্রত্যাশা অনুযায়ী এতে রয়েছে একাধিক চমক। ঋষাভ পান্ত, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকাদের ধরে রাখেনি তাঁদের ফ্রাঞ্চাইজি।
এক্ষেত্রে সবচেয়ে বড় চমক দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। ম্যাক্সওয়েল ছাড়াও ফাফ ডু প্লেসিস, মোহাম্মদ সিরাজকে ছেড়ে দিয়েছে তাঁরা। তবে বিরাট কোহলিকে রিটেন করার ক্ষেত্রে ভুল হয়নি, হয়তো এবার অধিনায়কও করা হবে তাঁকে। তাঁর সঙ্গে কেবল রজত পতিদার এবং ইয়াশ দয়ালকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি।
পাঞ্জাব আরো এক ধাপ উপরে, তাঁরা কেবল প্রভসিমরান সিং আর শশাঙ্ক সিংকে রিটেনশনের তালিকায় রেখেছে। অর্থাৎ মেগা অকশনে সবচেয়ে বেশি টাকা নিয়ে পা রাখবে রিকি পন্টিংয়ের দল।
বাকি ফ্রাঞ্চাইজি অবশ্য এতটা কিপ্টেমি করেনি। সর্বোচ্চ ছয়জনকে রিটেন করেছে রাজস্থান রয়্যালস। ‘থ্রি এস’ – সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মার পাশাপাশি তাঁরা তিন উদীয়মান রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল আছেন তাঁদের তালিকায়। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ছয়জনকে ধরে রেখেছে। তবে সেই তালিকায় তাঁদের অধিনায়ক আইয়ারকেই রাখেনি। তাঁরা রিটেন করেছে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী এবং হার্শিত রানাকে ।
অন্যদিকে গুজরাট টাইটান্স ১৮ কোটি খরচ করেছে রশিদ খানের জন্য, এছাড়া শুভমান গিলকে দিয়েছে ১৬.৫০ কোটি। এছাড়া সাই সুদর্শন, রাহুল তেওয়াটি এবং শাহরুখ খানকে ধরে রেখেছে দলটি। এছাড়া চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কড়, রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে এবং মাহিশ পাথিরানাকে রিটেন করেছে। আর এই তালিকায় জায়গা পাননি মুস্তাফিজুর রহমান।
গুঞ্জন থাকলেও রোহিত শর্মাকে ছাড়েনি মুম্বাই ইন্ডিয়ান্স; জাসপ্রিত বুমরাহ, সুরিয়াকুমার যাদবকেও ধরে রেখেছে তাঁরা। আবার হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক হিসেবে রিটেন করেছে, সেই সাথে তরুণ তিলক ভার্মা আছেন এই তালিকায়। আরেক হেভিওয়েট সানরাইজার্স হায়দ্রাবাদ প্রত্যাশিতভাবেই হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং নিতীশ রেড্ডিকে রিটেন করেছে। ক্লাসেনের জন্য ২৩ কোটি খরচ করেছে হায়দ্রাবাদ।
লখনৌ সুপার জায়ান্ট লোকেশ রাহুলকে ছাড়লেও ছাড়েনি নিকোলাস পুরান, আয়ুশ বাদোনী, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণয় এবং মহসিন খানকে। এছাড়া দিল্লি ক্যাপিটালস পোস্টার বয় ঋষাভ পান্তকে রাখেনি রিটেনশনের তালিকায়। তাঁদের পছন্দের তালিকায় ছিলেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল এবং ট্রিস্টান স্টাবস।