‘গত দশটি বছর বিভীষীকাময় কেটেছে আমার জন্য’

আবেগের অশ্রু ঝরে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের চোখের কোণে।

ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দেশ হিসেবে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় ভারত। এক দশকেরও বেশি সময়ের শিরোপার খরা কাটিয়ে ওঠে রোহিত শর্মার বাহিনী। আর তাতেই আবেগের অশ্রু ঝরে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের চোখের কোণে।

একটি বেসরকারী টেলিভিশনের অনুষ্ঠানে ভারতের এই জয়ের কথা বলতেই ইরফান পাঠানের চোখে অশ্রুর আগমন ঘটে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বুমরাহর (জাসপ্রিত বুমরাহ) কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ রোহিত (রোহিত শর্মা), হার্দিকের (হার্দিক পান্ডিয়া) প্রতি। আর সুরিয়াকুমারের (সুরিয়াকুমার যাদব) সেই ক্যাচ আমি কখনোই ভুলবো না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে সেই ক্যাচ। যদি সেই বলে ছক্কা হতো, তবে ম্যাচ অন্য দিকে মোড় নিত। ম্যাচটি হাতছাড়া হতেও পারত।’

কাঁদো কাঁদো সুরে তিনি আরো বলেন, ‘ভারতের দল জানে না। তবে আপনারা জানেন, গত ১০ টি বছর বিভীষীকাময় কেটেছে আমার জন্য। এই কান্না সেই সকল হতাশার  ফসল, এই কান্না সুখের কান্না। ধন্যবাদ টিম ইন্ডিয়া।’

ইরফান পাঠান ২০০৭ সালে ভারতের প্রথম শিরোপ অর্জনের দলে ছিলেন। সেসময় তাঁরা পাকিস্তানের বিপক্ষে ৫ রানের জয় পায়। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করা ইরফান পাঠান আবেগী হয়ে পড়েন বিরাট কোহলি-রোহিত শর্মাদের এই অর্জনে।

এবারের বিশ্বকাপের ফাইনালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ আর আর্শদীপ সিং। তাছাড়া বিরাট কোহলির সেই ইনিংসটিও প্রভাব ফেলেছে ভারতের এই জয়ে।

দীর্ঘ দিন পর এমন আকাঙ্খিত জয়ে যে কারোরই আবেগ প্রবণ হওয়াটাই স্বাভাবিক। ভারতের সাবেক এই অলরাউন্ডারও ব্যতিক্রম কেউ নন। চোখের জলে ভাসিয়ে দিলেন দীর্ঘদিনের জমানো দুঃখ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...