উইকেটের ‘দায়’ নিচ্ছেন বুলবুল?

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পিচ নিয়ে শুরু থেকেই সিরিয়াস বুলবুল। দায়িত্ব নিয়েই বলেছিলেন, তিনি একটা কুইক টি-টোয়েন্টি নক খেলতে চান। সম্ভবত সেই নকের গুরুত্বপূর্ণ একটা অংশ হতে যাচ্ছে উইকেটের উন্নয়ন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাজের কোনো শেষ নেই। সকালে হঠাৎ হাজির মিরপুরের অ্যাকাডেমি মাঠে। সেখানে গিয়ে সরাসরি পিচের দিকে এগোলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে চোখ বোলালেন।

তারপর একপাশে দাঁড়িয়ে থাকা নাসির হোসেনকে ডেকে নিলেন পাশে। নাসির তখন জিম শেষ করে বের হয়েছেন। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হলো।

দেখে বোঝা গেল, কোনো পরামর্শ বা অভিজ্ঞতা জানতে চাইছেন বুলবুল। সেখানে যোগ দেন নাঈম ইসলাম, মার্শাল আইয়ুবরা। তাঁদের সাথেও কথা হয় বোর্ড সভাপতির।

এরপর তিনি চলে যান শেরে বাংলার মূল মাঠে। সেখানেও একই চিত্র। মাঝখানের উইকেটের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। পরে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলেন কিছুক্ষণ। উইকেট কেমন হচ্ছে, প্রস্তুতি কী পর্যায়ে—এ নিয়েই হয়তো কথা হয় তাঁদের মধ্যে। সাথে ছিলেন মাঠকর্মীরা।

যদিও, লঙ্কান এই কিউরেটরকে ঘিরে আলোচনা-সমালোচনার কোনো শেষ নেই। বলা হয়, বিসিবির লঙ্কান সিন্ডিকেটের অংশ বলেই তাকে সরিয়ে দেওয়া মুখের কথা নয়।

এমনিতেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের দূর্নাম আছে। সর্বশেষ পাকিস্তান সিরিজেও প্রতিপক্ষ দলের কোচ মাইক হেসন সরাসরি উইকেটের সমালোচনা করে গেছেন।

এবার কি তাহলে উইকেটের দায় মেটাতে কাজ শুরু করলেন সাবেক অধিনায়ক বুলবুল? সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিরপুর তার পুরনো সমালোচনার জবাব দিয়েছিল। বুলবুল এবার সেই মিরপুরে চান স্পোর্টিং উইকেট, যেখানে রান হবে – সুযোগ থাকবে বোলারদেরও।

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, পিচ নিয়ে শুরু থেকেই সিরিয়াস বুলবুল। দায়িত্ব নিয়েই বলেছিলেন, তিনি একটা কুইক টি-টোয়েন্টি নক খেলতে চান। সম্ভবত সেই নকের গুরুত্বপূর্ণ একটা অংশ হতে যাচ্ছে উইকেটের উন্নয়ন।

Share via
Copy link