আত্মবিলুপ্তির পথে হাঁটা এক প্রতিভা

এদিন খেলা নাসিরের শটগুলো যখন সীমানা দড়ি পার করছিলো, হয়তো ঠিক ততটাই আক্ষেপ বাড়ছিলো ভক্তদের। আরেকটু শৃঙ্খল হলেই তো তিনি হতে পারতেন টাইগার ক্রিকেটের সুপারম্যান।

নাসির হোসেন যেন প্রতি মুহূর্তে আক্ষেপ বাড়াচ্ছেন। নিজ অবহেলায় হারানো এক প্রতিভা তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ক্রিকেট দিয়ে ফিরেছেন প্রায় দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে। আর প্রায় প্রতিটা ম্যাচেই নিজের অলরাউন্ড পারফরমেন্সে আফসোসের স্ফুলিঙ্গকে তীব্র করছেন।

বয়সটা পেরিয়েছে ৩৩ বছর, দূরত্ব বাড়ছে ২২ গজের সাথে। আর ক’দিন পরেই তো তুলে রাখতে হবে প্রিয় ব্যাটটা। ক্যারিয়ার জুড়ে সমালোচনা আর বিতর্কের ছায়াতলে বেড়ে ওঠা নাসির শেষ বেলায় শেষ চেষ্টা করছেন, হয়তো খুব করে চাইছেন ডুবন্ত জাহাজটাকে কোন এক তীরে ভেড়াতে।

কথায় আছে যারা চায়, তারা পায়। আর সেই ফলাফলটাও নাসির পেলেন হাতে নাতে। রূপগঞ্জ টাইগার্সের হয়ে নিজের দিনটা রাঙালেন ব্যাট হাতে। ৮৪ বলে ৭৭ রানের ইনিংস হয়তো খুব বড় কিছু নয় তবে তা যেন সেই নস্টালজিয়া দিনগুলোকে মনে করিয়ে দিলো, মনে করিয়ে দিলো এই নাসির হয়তো হতে পারতো দেশের ক্রিকেটের বড় নাম।

এদিন খেলা নাসিরের শটগুলো যখন সীমানা দড়ি পার করছিলো, হয়তো ঠিক ততটাই আক্ষেপ বাড়ছিলো ভক্তদের। আরেকটু শৃঙ্খল হলেই তো তিনি হতে পারতেন টাইগার ক্রিকেটের সুপারম্যান।

ফুরিয়ে যাওয়া কেবল শেষ কথা নয়, শেষ থেকেই তো শুরুটা হয়। পথ ভুল সবারই হয়, তবে যে জানে গন্তব্য আসলে কোথায় সেই তো পথের দেখা পায়। নাসির যেন সেই ভুল পথের পথিক। কিন্তু শেষবেলায় নির্ভেজাল জীবন অতিবাহিত করে স্রেফ ক্রিকেটটাই খেলবেন নাসির, এখন প্রত্যাশা শুধু ততটুকুই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link