এমি মার্টিনেজ, তাঁকে ফাঁকি দেয়া অসম্ভব!

সতীর্থ টাইরন মিঙ্গস শিশুতোষ ভুল না করলে টানা চার ম্যাচে ক্লিনশিট রাখতে পারতেন এই বিশ্বকাপজয়ী। গোল কিক নিতে গিয়ে মিঙ্গসের দিকে আলতো পাস বাড়িয়েছিলেন তিনি, কিন্তু এখনো খেলা শুরু হয়নি ভেবে এই ডিফেন্ডার বল হাতে তুলে নেন। সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন পেনাল্টির সিদ্ধান্ত, কুড়িয়ে পাওয়া সুযোগ দু'হাতে লুফে নেন হ্যান্স ভেনাকেন।

তিনে তিন ছিল, হতে পারতো চারে চার – বলছি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমিলিয়ানো মার্টিনেজের ক্লিনশিটের কথা। প্রথম তিন ম্যাচের তিনটিতেই নিজের জাল অক্ষত রেখেছিলেন তিনি, যদিও চতুর্থ ম্যাচে এসে সেই ধারা ধরে রাখা সম্ভব হয়নি। অবশ্য ইউরোপীয় মঞ্চে ওপেন প্লে থেকে এখনো গোল হজম করতে হয়নি তাঁকে।

সতীর্থ টাইরন মিঙ্গস শিশুতোষ ভুল না করলে টানা চার ম্যাচে ক্লিনশিট রাখতে পারতেন এই বিশ্বকাপজয়ী। গোল কিক নিতে গিয়ে মিঙ্গসের দিকে আলতো পাস বাড়িয়েছিলেন তিনি, কিন্তু এখনো খেলা শুরু হয়নি ভেবে এই ডিফেন্ডার বল হাতে তুলে নেন। সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন পেনাল্টির সিদ্ধান্ত, কুড়িয়ে পাওয়া সুযোগ দু’হাতে লুফে নেন হ্যান্স ভেনাকেন।

তা না হলে হয়তো পুনরাবৃত্তি ঘটতো আগের ম্যাচগুলোর। বায়ার্ন মিউনিখ, ইয়ং বয়েজ, বলোগনাকে হারিয়ে টানা তিন ম্যাচ জয়ের অভিজ্ঞতা হয়েছিল তাঁদের। প্রায় চার দশক পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই এমন উড়ন্ত সূচনা সত্যিই দারুণ একটা সাফল্য।

আর এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ এমি মার্টিনেজ, প্রতিটা ম্যাচেই নিশ্চিত গোলের প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন তিনি। চতুর্থ ম্যাচেও সেই কাজটাই করতে চেয়েছিলেন, তবে শেষমেশ সফল হননি। তাঁর গোল হজমের দিনে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে উনাই এমেরির শিষ্যরা।

অবশ্য আর্জেন্টাইন সুপারস্টার চেষ্টার এতটুকু কমতি রেখেছেন কি না এমন প্রশ্নে কট্টর নিন্দুকও বোধহয় হ্যাঁ বলতে পারবে না। ক্লাব ব্রুগের একাধিক সুবর্ণ সুযোগ আটকে গিয়েছিল তাঁর গ্লাভসে, ছয় ছয়টা সেভ দিয়েছিলেন তিনি। ডি বক্সের ভিতর থেকে নেয়া দুইটি শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দেন, এছাড়া ডাইভ দিয়ে আটকেছেন তিনটা শট।

সপ্তাহখানেক আগেই গোলরক্ষকদের ব্যালন ডি’অর খ্যাত ইয়াসিন ট্রফি জিতেছেন এই তারকা। কেন দ্বিতীয়বারের মত তাঁর হাতে উঠলো মর্যাদার এই ট্রফি, সেটার উত্তর জানতে অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখাই যথেষ্ট – তাঁর অতিমানবীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা চলতে থাকুক আরো অনেকটা সময়।

Share via
Copy link