হুমকির মুখে জাদেজার গায়ে রঙিন পোশাক

বিরাট কোহলি, রোহিত শর্মাদের শেষটা অনেকেই দেখে ফেলেছিল। কিন্তু তারা তাদের পারফরমেন্সে নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিতে পারলেও, জাদেজা হাঁটছেন ভিন্ন পথে।

রবীন্দ্র জাদেজা ক্রমশ যেন সমাপ্তির পথে হাটতে শুরু করেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের শেষটা অনেকেই দেখে ফেলেছিল। কিন্তু তারা তাদের পারফরমেন্সে নিন্দুকের মুখে কুলুপ এঁটে দিতে পারলেও, জাদেজা হাঁটছেন ভিন্ন পথে। উইকেট শিকারি সত্ত্বা যেন তার ক্রমশ মলিন হয়ে যাচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর, সেই ফরম্যাট ছেড়েছেন তিনি। এখন স্রেফ ওয়ানডে ও টেস্ট ক্রিকেটটাই খেলে যাচ্ছেন জাদেজা। কিন্তু পারফরমেন্সের গ্রাফ নিম্নগামী। ২০২৫ সালের শুরু থেকে এখন অবধি মোট ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাদেজা। উইকেট শিকার করেছেন মাত্র ১২টি।

তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট শূন্য থাকা সহ মোট চার ম্যাচে তিনি কোন উইকেটের দেখা পাননি। ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তিনটি করে উইকেট বাগিয়েছিলেন। এরপর একাধিক উইকেট মাত্র একবার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। ২০২৪ সালে কোন ওয়ানডে ম্যাচ খেলেননি জাদেজা, তথা ভারত।

২০২৩ সালে ৩৬.৭ স্ট্রাইকরেটে উইকেট বাগিয়েছিলেন। সেটা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৪৩-এ। অথচ মিডল ওভারগুলোতে জাদেজার কাছ থেকে উইকেট প্রত্যাশা থাকে টিম ইন্ডিয়ার। সেই প্রত্যাশা যে তিনি পূরণ করতে পারছেন না- সে বিষয়টি একেবারে দিনের আলোর মত স্পষ্ট।

এখানেই বরং জাদেজার ক্যারিয়ারটা বেশ আগেভাগেই শেষের পঙক্তিতে পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ছাড়া আর কোন উদ্দেশ্য নেই জাদেজার সামনে। সেই পর্যন্ত দলে টিকে থাকতে হলে পারফরমেন্স করা প্রয়োজন। কিন্তু জাদেজা হাঁটছেন উল্টো পথে।

গত বছর সাত ইনিংসের পাচটিতে অপরাজিত থাকার ফলে তার ব্যাটিং গড় ৫৩ হলেও, সর্বোচ্চ ৩২ রান তিনি নিতে পেরেছেন এক ইনিংসে। এসব কিছু জাদেজাকে টিম থেকে ছেটে ফেলার অন্যতম প্রভাবক বনে যেতে পারে। আর ভারতের ক্রিকেট বরাবরই তারুণ্যের উপর জোর দিয়ে আসছে, সাম্প্রতিক সময়ে। সে ধারাবাহিকতায় অচিরেই জাদেজার প্রস্থান ঘটে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link