যদি প্রশ্ন করা হয়, এক বলে সর্বোচ্চ কত রান সংগ্রাহ করা যাবে? স্বাভাবিক উত্তরে তা হবে সর্বোচ্চ ছয় রান। তবে ভারতের তরুণ ওপেনার যশ্বসী জয়সওয়াল এক বলেই আদায় করলেন ১২ রান, সেখানে অবশ্য জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।
ভারতের স্কোর বোর্ডে ইনিংসের প্রথম বলেই যোগ হয় তেরো রান! আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও তা করে দেখিয়েছেন ভারতের এই তরুণ ব্যাটার; সেই সাথে নিজের নামটা লিখিয়ে নিলেন ইতিহাসের পাতায়।
প্রথম বলেই ১৩ রান নিয়ে বিস্ময়কর কাণ্ডের সৃষ্টি হয়েছে জিম্বাবুয়ে আর ভারতের মধ্যকারপঞ্চম টি-টোয়েন্টিতে। ইনিংসের প্রথম বল আর বোলিং প্রান্তে তখন জিম্বাবুয়ের দলপতি সিকান্দার রাজা।
তাঁর করা হাই ফুলটস বলে জয়সওয়াল বেশ সাবলীল ভাবেই ডিপ স্কয়ার লেগের দিকে সীমানা ছাড়া করলেন। অবশ্য আম্পায়ার সেটাকে নো বল হিসেবে ঘোষণা করেন। তাতে যেন খানিকটা ভড়কেই যান রাজা।
পরের ডেলিভারিতে যদিও স্বাভাবিক ধারায় ফিরে আসার চেষ্টা করেন জিম্বাবুয়ের এই স্পিনার। যদিও তাঁকে আবারো হতাশ করেন ভারতীয় যুবা। জিম্বাবুয়ে অধিনায়কের করা সেই বলে সোজাসুজি ছক্কা হাঁকান জয়সওয়াল। ফলে ইনিংসের প্রথম বলেই মোট তেরো রান যোগ হয়ে যায় ভারতের স্কোর বোর্ডে।
সেই সাথে প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য রেকর্ডের মালিক বনে যান যশ্বসী জয়সওয়াল। তবে সেই ইনিংসের জন্য ঐ দুটি ছক্কাই ছিল এই ব্যাটারের পুঁজি। এরপর তিনি আর ইনিংস বড় করতে পারেননি।
সিকান্দার রাজার শিকারেই পরিণত হন তিনি। এই বাঁ হাতি ব্যাটারের চোখকে ফাঁকি দিয়ে বল সরাসরি স্ট্যাম্পে আঘাত করে। তাতেই সমাপ্তি ঘটে জয়সওয়ালের ক্ষণিকের ঝলক।