মেঘ হটিয়ে স্বরুপে উজ্জ্বল জয়সওয়াল

মেঘের আড়ালে সূর্য থাকে না বেশিক্ষণ। নিজের প্রচণ্ড প্রতাপের আলো ছড়িয়ে জানান দেয় নব জাগরণের। ঠিক তেমনই এক সূর্যালোক হয়ে জশ্বসী ফিরলেন স্বরুপে। 

শুরুটা মোটেও ভাল হয়নি জশ্বসী জয়সওয়ালের। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু মেঘের আড়ালে সূর্য থাকে না বেশিক্ষণ। নিজের প্রচণ্ড প্রতাপের আলো ছড়িয়ে জানান দেয় নব জাগরণের। ঠিক তেমনই এক সূর্যালোক হয়ে জশ্বসী ফিরলেন স্বরুপে।

রাজস্থান রয়্যালসের বেহাল দশা। পয়েন্ট তালিকার নিচের দিকে ঘোরাফেরা তাদের। জয়সওয়ালের ব্যাট জ্বলে ওঠেনি বলেই হয়ত এতটা দুর্দশা। পাঞ্জাব কিংসের বিপক্ষে জশ্বসী তাই আর আড়ালে থাকলেন না। ব্যাটের প্রবল প্রহারে অফফর্মের কালো মেঘ সরিয়ে দিলেন। খেললেন দূর্দান্ত এক ইনিংস।

ফর্মে ফিরতে চারের থেকে ছক্কাই বেশি মেরেছেন তিনি। পাঁচবার বলকে দর্শকের ঠাসা গ্যালারিতে নিয়ে ফেলেছেন জয়সওয়াল। এছাড়াও তিনটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে।

ফর্মটা খারাপ যাচ্ছিল বলেই হয়ত এদিন একটু সময় নিয়েছেন শুরুর দিকে। কিন্তু সময় যত গড়িয়েছে তিনি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আর তারপরই হাতখুলে ব্যাট চালিয়েছেন।

প্রায় ১৪৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। সাঞ্জু স্যামসনের সাথে উদ্বোধনী জুটিতে ৮৯ স্কোরবোর্ডে তুলতে সহয়তা করেন জয়সওয়াল। শেষ অবধি ৪৫ বলে ৬৭ রান করে থামতে হয়েছে তাকে। কিন্তু তার আগে রাজস্থান রয়্যালসকে দিয়ে এসেছিলেন শক্ত ভীত। সেই ভীতের উপর দাঁড়িয়ে বাকিরা সংগ্রহ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে।

তবে রাজস্থানের জন্যে সম্ভবত সবচেয়ে স্বস্তি জোগাচ্ছে  জয়সওয়ালের ফর্মে ফেরা। একটা দারুণ শুরুর গুরু দায়িত্ব তার কাঁধেই তো অর্পিত। তার দিন বদলের সাথে সাথে তো বদলে যেতে পারে রাজস্থানের দুর্দিনও। সেই অপেক্ষাতেই গোটা দল।

Share via
Copy link