২৫টি রানের আক্ষেপ যুক্ত হল যশ্বসী জয়সওয়ালের টেস্ট ক্যারিয়ারে। নিজের প্রথম দ্বিশতকের খুব কাছাকাছি অবস্থান থেকে তাকে ফিরতে হয়েছে। আর তাতেই বিরল এক রেকর্ডের তালিকায় যুক্ত হয়ে গেছেন জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে তিনি রান আউট হয়েছেন। যার মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় প্রবেশ করেছেন ভারতীয় এই বাহাতি ব্যাটার।
দিল্লী টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই গোটা অরুণ জেটলি স্টেডিয়াম অপেক্ষায় ছিল জয়সওয়ালের দ্বিশতকের। ১৭৩ রানে প্রথম দিন শেষ করা জয়সওয়ালের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। তবে দুই রান যুক্ত করতেই তিনি রান আউটে কাঁটা পড়েন। জেডন সিলসের ছোড়া বলকে মিড অফে ঠেলে দিয়ে রান নেওয়ার জন্যে দৌড় শুরু করেন জয়সওয়াল।
তিনি প্রায় অর্ধেকের বেশি পথ পাড়ি দেওয়ার পর দেখতে পান, অধিনায়ক শুভমান গিল ঠায় দাঁড়িয়ে আছেন নিজের জায়গায়। ততক্ষণে তেজনারায়ন চন্দ্রপল তৎপরতার সাথে বল ছুড়ে দেন উইকেট রক্ষকের কাছে। কপাল চাপড়ে মাঠ থেকে বেড়িয়ে যেতে শুরু করেন জয়সওয়াল। আর সেই সাথে প্রবেশ করেন ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানে রান আউট হওয়াদের তালিকায়।
তিনি পেছনে ফেলেছেন বিজয় হাজারে ও রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তিদের। সাধারণত অনেকক্ষণ উইকেটে টিকে থাকার পর ব্যাটাররা রান আউট হন না। টেস্ট ক্রিকেটে তো এমন ঘটনা হরহামেশা ঘটেও না। কেননা ব্যাটাররা নিশ্চিত রান না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চান না। সেদিক বিবেচনায় চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহের পর রান আউটের দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়সওয়াল।
এমন অনাকাঙ্ক্ষিত তালিকায় সবার উপরে রয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ২১৮ রান করে রান আউট হয়েছিলেন তিনি। এই তালিকায় মোট তিনবার রয়েছে রাহুল দ্রাবিড়ের নাম। ২০০১ ও ২০০২ সালে তিনি যথাক্রমে ১৮০ ও ২১৭ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। এরপর আবার ২০০৯ সালে ১৪৪ রানে রান আউট হন বর্ষীয়ান এই ক্রিকেটার।
বিজয় হাজারে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে রানআউটে কাঁটা পড়েছিলেন। এমন অনাকাঙ্খিত রেকর্ডে এখন যুক্ত হয়ে গেছেন জয়সওয়ালও। সেই সাথে তিনি পুড়ছেন দ্বিশতক না করতে পারার আক্ষেপেও। তবে যেই গতিতে আলোর বিকিরণ ঘটাচ্ছেন যশ্বসী, তাতে করে খুব বেশিদিন হয়ত তার দ্বিশতকের আক্ষেপ থাকবে না, ব্যক্তিগত ২০০ রান বনে যাবে বাস্তব।