উইকেটরক্ষকদের প্রতিযোগীতা ক্রমেই বাড়তে শুরু করেছে। সেই রেশ চট্টগ্রাম থেকে শুরু করে কলম্বোর সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ড – সব জায়গাতেই বিদ্যমান!
এই লড়াইটা এখন ক্রমেই নেমে আসছে দু’জনের মধ্যে। সেই দু’জন হলেন নুুরুল হাসান সোহান ও জাকের আলী। এই লড়াইয়ে এখন কে এগিয়ে সেটা অবশ্য বলা মুশকিল।
জাকের আলী জাতীয় দলে আছেন, তবে ফর্মে পিছিয়ে সোহানের চেয়ে। সোহান কোনো ফরম্যাটেই জাতীয় দলে নেই। কিন্তু, যখন যেখানে সুযোগ পাচ্ছেন বাজিমাৎ করছেন।
একেবারেই সাম্প্রতিক সময়ের ফর্ম ধরলে যোজন যোজন ব্যবধানে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে যেখানে সোহান ৯৭ রানের ইনিংস খেলে বার্তা দিয়েছেন, সেখানে গল টেস্টে বাজে ভাবে ব্যর্থ হয়েছেন জাকের আলী।
জাতীয় দলের হয়ে জাকেরের সর্বশেষ হাফ সেঞ্চুরি সেই জিম্বাবুয়ের বিপক্ষে, গত এপ্রিলের টেস্ট সিরিজে। সোহান সব ফরম্যাটেই নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে শুরু করেছেন।
প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে নুরুল হাসান সোহান করেছেন ৫১২ রান। গড় ৫৮, স্ট্রাইক রেট প্রায় ৯৫! নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে চার দিনের ম্যাচ খেলতে নেমে করেন সেঞ্চুরি।
সোহানের এই ফর্ম যে কোনো ফরম্যাটেই উইকেটরক্ষকদের জন্য ভীতির কারণ। সেই তালিকায় জাকের আলী থাকবেন, মাহিদুল ইসলাম অঙ্কন থাকবেন। এমনকি ওয়ানডে ফরম্যাটে খোদ লিটন দাসও থাকবেন। কারণ, শেষ ৮ টি ওয়ানডেতে মাত্র ৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে।
মানে, ব্যাটিং বা উইকেটের পেছনের দক্ষতা। সব দিক থেকেই এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে সোহান। সেই চাপটা বেশি অনুভব করার কথা জাকের আলীর। কলম্বো টেস্টেই সম্ভবত তাঁর খেলা হবে না।
মেহেদী হাসান মিরাজকে জায়গা দিতে থাকবেন একাদশের বাইরে। এখন মাঠের বাইরেও একজন প্রতিদ্বন্দ্বী থাকলে জাকেরের জন্য ভবিষ্যতের দিনগুলো সহজ হবে না!