অথচ জাকেরের খেলার কথাই ছিল না

জাকের আসলে সব পারেন, কখনও ঝড় তুলতে পারেন, কখনও বিরুদ্ধ পরিবেশে দাঁড়িয়ে ইনিংস মেরামত করতে পারেন। তিনি আসলে পানির মত। যখন যে পাত্রে তাঁকে রাখা হয়, তিনি তারই আকার ধারণ করতে জানেন তিনি।

মোহাম্মদ শামির ২০০ তম উইকেট হয়ে ফিরলেন জাকের আলী অনিক। কিন্তু তিনি ফিরতে পারতেন আরও বহু আগেই। অক্ষর প্যাটেলের করা বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। রোহিত শর্মা ফেলে দিয়েছিলেন সেই ক্যাচ। সেখান থেকেই জাকের একটা ধ্বংসস্তুপ মেরামতের কাজ শুরু করেন জাকের।

অথচ তার ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল সামান্য। মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে একাদশে সুযোগ পেলেন তিনি। বৈশ্বিক আসরে পাওয়া সুযোগটা উপভোগ করবার অবকাশ আর পেলেন না জাকের। বাংলাদেশ দলের সেই চিরায়ত রোগ, সমুদ্রতটে বানানো বালির পাহাড় টাইগারদের ব্যাটিং অর্ডার। প্রতিপক্ষ বোলারদের মৃদু স্রোতেও তা হাওয়ায় মিলিয়ে যায়।

ভারতের বিপক্ষে সেই চিরচেনা রুপেই ফিরল বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৩৫ রানে নেই বাংলাদেশের পাঁচ উইকেট। সেখান থেকে ধরে খেলতে হতো, ইনিংস বড় করতে হতো, যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করে যেতে হতো। জাকের ঠিক তাই করেছেন।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্যে তিনি প্রশংসা কুড়িয়েছেন ইতোমধ্যেই। কিন্তু দলের বিপর্যয়ে হাল ধরবার গুণও রয়েছে তার। সেটাই প্রমাণ করে দেখালেন টিম ইন্ডিয়ার বিপক্ষে। শত প্রলোভন, উইকেটের বিরুপ আচারণ, ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিং সামলে এগিয়ে নিয়ে গেছেন নিজের ইনিংস। কাঁধে করে টেনে নিয়েছেন দলের সংগ্রহ।

মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে ৬৮ রান যুক্ত করেছেন নিজের নামের পাশে। দলের জন্যে লড়াইয়ের শেষ সম্বলটুকু এনে দিয়েছেন তিনি তাওহীদ হৃদয়ের সাথে জুটি গড়ে। ষষ্ঠ উইকেট জুটিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৫৪ রানের জুটি গড়েছেন এই দুইজনে মিলে।

চারিদিকে যখন শুনশান নিরাবতা। যুদ্ধ বিদ্ধস্ত পরিবেশের মাঝে দাঁড়িয়ে জাকের সাহস করে একটা মাটির কুটির বানালেন। ১১৪ বলের এই ইনিংসটিতে আপনি চাইলেও দোষারোপ করতে পারবেন না জাকেরকে। যে স্বপ্নের সলিল সমাধি ঘটেছিল ইনিংসের নবম ওভারেই, সেই স্বপ্নকে পুনর্জীবন দিয়েছে জাকেরের ব্যাট।

কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল নিশ্চয়ই। আরেকটু সময় টিকে থাকলে হয়ত বাংলাদেশের সংগ্রহ বাড়ত আরও খানিকটা। তবুও যা তিনি করে গেছেন, তাতে করে শ্বাস নেওয়ার সুযোগ পেল টাইগার বোলাররা। জয়-পরাজয় ছাপিয়ে জাকেরের ক্যারিয়ারের এই দ্বিতীয় হাফসেঞ্চুরি বহুকাল স্মরণে থাকবে।

জাকের আসলে সব পারেন, কখনও ঝড় তুলতে পারেন, কখনও বিরুদ্ধ পরিবেশে দাঁড়িয়ে ইনিংস মেরামত করতে পারেন। তিনি আসলে পানির মত। যখন যে পাত্রে তাঁকে রাখা হয়, তিনি তারই আকার ধারণ করতে জানেন তিনি।

Share via
Copy link