জিমি নিশাম ইজ ব্যাক ইন বিজনেস!

সেই জিমি নিশাম এখন একটা বিশ্বকাপ খেলার জন্য প্রচণ্ড সিরিয়াস। তাঁর সিরিয়াসনেস এতটাই যে, এক হাতে বোলিং দিয়ে গুড়িয়ে দিলেন পাকিস্তানকে। এখন কি দেখা যাবে আরেকটা বিশ্বকাপে? বয়স এখন ৩৪, সেক্ষেত্রে ২০২৬ সালটাই সম্ভবত তাঁর জন্য শেষ বিশ্বকাপের আসর।

জিমি নিশাম ফিরলেন। ২০২৩ সালের বিশ্বকাপের পর আর ওয়ানডেতে নেই। স্বপ্নটা পুরোপুরিই এখন টি-টোয়েন্টি কেন্দ্রিক। সেখানেই এখন খুঁজছেন চূড়ান্ত সাফল্য। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে একাই ধস নামালেন প্রতিপক্ষের ব্যাটিংয়ে। পাঁচ উইকেট নিলেন ওয়েলিংটনে।

জিমি নিশাম এখন আর সেভাবে আলোচনায় আসেন না। আসলেও, তিনি এখন আর তাঁর সেই অপরিহার্য্যতা নেই। তিনি নিউজিল্যান্ডের ওয়ানডে পরিকল্পনায় নেই। টি-টোয়েন্টি দলেও তিনি আসেন কালেভদ্রে।

টি-টোয়েন্টিতে তিনি এতটাই ব্রাত্য যে বিপিএল ফাইনালের জন্য তাঁকে বাংলাদেশে উড়িয়ে এনেও বসিয়ে রেখেছিল ফরচুন বরিশাল। জিমি নিশামের জন্য পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ছিল নিজেকে প্রমাণের মিশন।

তিনিই বলেছিলেন, এই সিরিজে কিছু একটা করতে পারলে হয়তো ২০২৬ বিশ্বকাপ দলে তাঁর জায়গা হবে। কে বলবে, এই জিমি নিশামই ২০২৯ বিশ্বকাপের ফাইনাল হেরে স্যোশাল মিডিয়াতে বলেছিলেন, ‘আর যাই করো না কেন স্পোর্টসকে সিরিয়াসলি নিও না!’

সেই জিমি নিশাম এখন একটা বিশ্বকাপ খেলার জন্য প্রচণ্ড সিরিয়াস। তাঁর সিরিয়াসনেস এতটাই যে, এক হাতে বোলিং দিয়ে গুড়িয়ে দিলেন পাকিস্তানকে। এখন কি দেখা যাবে আরেকটা বিশ্বকাপে? বয়স এখন ৩৪, সেক্ষেত্রে ২০২৬ সালটাই সম্ভবত তাঁর জন্য শেষ বিশ্বকাপের আসর।

Share via
Copy link