জাসপ্রিতের উইকেট প্রীতি, ধারাবাহিকতাই তাঁর নীতি

শুধু তাই নয় অস্ট্রেলিয়ার শতক হাঁকানো দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা ট্রাভিস হেডের উইকেট শিকার করেন তিনি।

জাসপ্রিত বুমরাহ যেন নতুন বলের অপেক্ষাতে ছিলেন। নতুন বল হাতে আসা মাত্রই তিনি আবারও উইকেটের ঝঙ্কার শোনালেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং দূর্গে ফাটল ধরালেন। একটা বড়সড় ছেদও ঘটালেন তিনি। স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড ২৪১ রানের জুটি গড়ে ফেলেছিলেন। সেই জুটি ভেঙেছেন তিনি।

শুধু তাই নয় অস্ট্রেলিয়ার শতক হাঁকানো দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা ট্রাভিস হেডের উইকেট শিকার করেন তিনি। তাতে করে সাদা পোশাকে ১২ তম ফাইফারের দেখা পেয়ে যান অভিজ্ঞ এই পেসার।

ভারতের পেস আক্রমণের একমাত্র ধারাবাহিক সেনানী বলা যায় জাসপ্রিতকে। ব্রিসবেন টেস্টেও তিনি বজায় রেখেছেন উইকেট শিকারের যাত্রা। প্রতিপক্ষের প্রথম উইকেটও গিয়েছিল তার পকেটে। প্রথম দিন বৃষ্টির বাগড়ায় খেলা ঠিকঠাক মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনের সকাল বেলাতেই দুই উইকেট নিজের করে নিয়েছেন বুমরাহ।

উইকেট প্রাপ্তির যাত্রা শুরু করেন উসমান খাজাকে উইকেটের পেছনে বন্দী করে। এরপর নাথান ম্যাকসুইনি দ্বিতীয় স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে ক্যাচ দিয়েছেন বুমরাহের বলে। তারপর অবশ্য নিতিশ কুমার রেড্ডি মার্নাস লাবুশেনকে দেখিয়েছেন সাজঘরের পথ। এরপর দীর্ঘক্ষণ ছিল ভারতের উইকেট খরা।

ভারতীয় বোলিং আক্রমণকে শাসন করে যাচ্ছিলেন স্মিথ ও হেড। বল যত পুরনো হয়েছে এই দুইজন সাবলীলভাবে ব্যাটিং করেছেন। জাসপ্রিতের কাছেও তাদের কোন উত্তর যেন ছিল না। তাইতো তিনি অপেক্ষা করেছেন নতুন বলের। ৮০ ওভার শেষ হওয়া মাত্রই নতুন বল নিয়ে নেয় ভারত।

আর সেই নতুন বলই ভারতের জন্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। নতুন বলে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে স্টিভেন স্মিথকে ফেরান জাসপ্রিত। দুই ওভার পরে মিচেল মার্শও বুমরাহের শিকারে পরিণত হন। সেই ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন ট্রাভিস হেড। দেড়শ ছাড়ানো রানের ইনিংসটি ভারতকে দিয়েছিল ভীষণ পীড়া।

ভাগ্যিস বুমরাহ ছিলেন! সে কারণেই হয়ত পীড়া পরিণত হয়নি ভীষণ বড় কোন ক্ষতে। যদিও জাসপ্রিত যতক্ষণে আঘাত হেনেছেন অজি ব্যাটিং দূর্গে, ততক্ষণে বেশ স্বস্তিদায়ক একটা অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। তবে বুমরাহ হয়ত ভারতকে এনে দিয়েছেন খানিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ।

Share via
Copy link