দ্য ম্যান, দ্য মিথ, জাসপ্রিত বুমরাহ

চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে চার টেস্টে মোটে ১২.২৮ গড়ে ইতিমধ্যে নিয়েছেন ২৯ উইকেট। সবমিলিয়ে ৪৪ টেস্টে উইকেট শিকার করেছেন ২০২টা, সবমিলিয়ে ৪৪ টেস্টে উইকেট শিকার করেছেন ২০২টা, এভারেজ ১৯.৩৮!

জাসপ্রিত বুমরাহর শর্টার লেন্থের বলটা লেগ সাইডে আলতো করে খেলতে চাইলেন ট্রাভিস হেড। প্রপার টাইমিংয়ের অভাবে তালুবন্দি হলেন নিতিশ কুমার রেডির বিশ্বস্ত হাতে। এতেই বিরল এক রেকর্ডের মালিক বনে গেলেন বুমরাহ। ২০ এর নিচে গড়ে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মালিক একমাত্র তিনিই। তার পেস তান্ডবে মাত্র ৯৪ রানে ছয় উইকেট হারিয়ে এখন ধুঁকছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই তিনি তুলে নিয়েছেন চার উইকেট।

জাসপ্রিত বুমরাহ যেন ভারতের একচ্ছত্র সর্বাধিনায়ক। ভারতীয় দলে এত মেগাস্টার থাকার পরও বারবার ভারতের ত্রাতা হয়ে হাজির হচ্ছেন শুধু তিনিই। চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজে ইতিমধ্যে নিয়েছেন ২৯ উইকেট। পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন বল হাতে সবখানেই তাণ্ডব চালাচ্ছেন তিনি। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেও নিয়েছিলেন চার উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া-ভারত লড়াইটা হচ্ছে বেশ জমজমাট। তবে বল হাতে যেন একাই লড়ছেন জাসপ্রিত। তার গতি, লাইন, লেন্থ আর সুইংয়ে দিশেহারা অজিরা। রবিবার সকালে ভারতকে ৩৬৯ রানে গুটিয়ে বেশ দারুণ শুরু করে অজিরা। তবে শুরুতেই অভিষিক্ত স্যাম কনস্টাসকে ফিরিয়ে ভারতকে স্বস্তির সুবাস এনে দেন বুমরাহ। প্রথম ইনিংসে ছুড়ি ঘোরানো এই তরুণের স্ট্যাম্প উপড়ে ফেলে বুমরাহ উইকেটের খাতা খোলেন।

এরপরেই মাত্র এক রানে সাজঘরে পাঠান ‘বার্থডে বয়’ হেডকেও। ভারতের সবচেয়ে বড় মাথা ব্যাথার কারন ইনফর্ম হেডকে প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ফেরালেন এক রানে। এরপরেই যেন তাসের ঘরের মত ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। মিশেল মার্শ ও ফিরে যান রানের খাতা খোলার আগেই। এলেক্স ক্যারিকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে খাদের কিনারায় নিয়ে যান বুমরাহ।

অস্ট্রেলিয়াকে স্বল্প রানে আটকে দিয়ে এখন জয়ের স্বপ্ন দেখছে ভারত। যার কারিগর, দ্য ম্যান, দ্য মিথ, জাসপ্রিত বুমরাহ। ২০১৮ সালে এবিডি ভিলিয়ার্সকে সাজঘরে ফিরিয়ে খুলেছিলেন টেস্ট উইকেটের খাতা। এরপর থেকে তার উইকেট উৎসব চলছেই। দেশ বা দেশের বাইরে সবখানেই চলছে বুমরাহর জয়জয়কার। চলতি বোর্ডার গাভাস্কার সিরিজে চার টেস্টে মোটে ১২.২৮ গড়ে ইতিমধ্যে নিয়েছেন ২৯ উইকেট। সবমিলিয়ে ৪৪ টেস্টে উইকেট শিকার করেছেন ২০২টা, সবমিলিয়ে ৪৪ টেস্টে উইকেট শিকার করেছেন ২০২টা, এভারেজ ১৯.৩৮!

অবিশ্বাস্য, অদ্ভুতুড়ে, পাগলাটে, অভাবনীয়। কোন বিশেষণ দিয়ে কি আসলেই ব্যাখা করা সম্ভব ‘বুম বুম’ বুমরাহর এই অতিমানবীয় পারফরম্যান্স!

 

 

Share via
Copy link